TRENDING:

South 24 Parganas News: বাপুলীরচকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হল স্পেশাল ক্লাসরুম

Last Updated:

রাজ‍্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ‍্যালয়। বিশেষ করে প্রাথমিক বিদ‍্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দূরহ ব‍্যাপার হয়ে উঠেছে আজকাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরাপুর : রাজ‍্য জুড়ে শিক্ষক সংকটে জেরবার একাধিক বিদ‍্যালয়। বিশেষ করে প্রাথমিক বিদ‍্যালয়গুলিতে শিক্ষক সমস্যা প্রকট। ঠিক সেখানে দাঁড়িয়ে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া দূরহ ব‍্যাপার হয়ে উঠেছে আজকাল। তবে সব সমস‍্যা দূরে সরিয়ে লক্ষীনারায়নপুর বাপুলীরচক অবৈতনিক প্রাথমিক বিদ‍্যালয়ে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য বিশেষ ক্লাসরুম তৈরি করে নজর কেড়েছেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য এই স্কুলে তৈরি করা বিশেষ ক্লাসরুমে রয়েছে একাধিক ব‍্যবস্থা। রয়েছে ব্রেইল সিস্টেমে পড়াশোনার ব‍্যবস্থা।
advertisement

রয়েছে অঙ্ক করার জন‍্য বিশেষ যন্ত্র। দেওয়ালে আঁকা হয়েছে একাধিক চিত্র। এছাড়াও ছাত্রছাত্রীদের মনোরঞ্জনের জন‍্য থাকছে একাধিক ব‍্যাবস্থা। ছাত্রছাত্রীদের যাতে কোনোরকম অসুবিধা না হয় সেজন‍্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। সম্পূর্ণ বিণামূল‍্যে এই পরিষেবা দেওয়া হচ্ছে বলে খবর। এছাড়াও শিশুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য স্কুলে সবসময়ের জন্য থাকছেন দুটি স্পেশাল এডুকেটর। এ নিয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন স্কুলের এই ধরণের প্রয়াস এলাকার মানুষজনের মধ‍্যে ব‍্যাপক সাড়া ফেলেছে।

advertisement

আরও পড়ুনঃ অবাক লাগলেও সত্যি! কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল!

স্কুলে শুধুমাত্র বিশেষ ক্লাসরুম তৈরি নয়। বছরের বিভিন্ন সময়ে স্কুলে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন‍্য একাধিক প্রতোযোগিতার আয়োজন করা হয়। যাতে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ঘটে। সেজন‍্য তিনি সকলকে অনুরোধ করেছেন যে এলাকার বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা যেন তার স্কুলেই আসে। সেখানে তাদের জন‍্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের বিশেষ যত্নের প্রয়োজন রয়েছে। সেই যত্ন এই বিশেষ ক্লাসরুম থেকে পাবে তারা।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

Nawab Mallick

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: বাপুলীরচকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য তৈরি হল স্পেশাল ক্লাসরুম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল