South 24 Parganas News: অবাক লাগলেও সত্যি! কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল!
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
কেজি দরে কম্বল। একটু অবাক হচ্ছেন নিশ্চই, হ্যাঁ! কেজি দরে বিক্রি হচ্ছেই কম্বল এবং কার্পেট সহ একাধিক শীতকালীন ব্যবহারিক জিনিস। শীত পড়তেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কম্বল ও কার্পেট এর পসরা সাজিয়ে বসেছে ভিন রাজ্য থেকে আসা একদল ব্যবসায়ী।
#দক্ষিণ ২৪ পরগনা : কেজি দরে কম্বল। একটু অবাক হচ্ছেন নিশ্চই, হ্যাঁ! কেজি দরে বিক্রি হচ্ছেই কম্বল এবং কার্পেট সহ একাধিক শীতকালীন ব্যবহারিক জিনিস। শীত পড়তেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কম্বল ও কার্পেট এর পসরা সাজিয়ে বসেছে ভিন রাজ্য থেকে আসা একদল ব্যবসায়ী। এতদিন আমরা বাজারে সবজি ,মাছ- চিংড়ি এবং মুদি দোকানের নানান জিনিস ওজনে কিনে এসেছি। কিন্তু জামা কাপড় ,বেডশীট ,কম্বল এগুলি ওজনে বিক্রি ভাবিয়ে তুলেছে এলাকার মানুষদের। দক্ষিণ বারাশত বাজার লাগোয়া কুলপি রোডের উপর কম্বল, কার্পেট , টুপি সহ নানান সামগ্রী নিয়ে অস্থায়ী আস্তানা গেড়েছে উত্তরপ্রদেশের মুরাদাবাদ থেকে আসা একদল ব্যবসায়ী।
ওই ব্যবসায়ীদের মধ্যে ভোম্ব দুনারে সাংবাদিকদের জানান কম্বল বা কার্পেট তৈরি কোম্পানি থেকে তাদের ওজন দরেই ক্রয় করার জন্যই প্রতি কেজি হিসেবে তাদের বিক্রি করতে হচ্ছে। তিনি আরো জানান, ডবল বেড সিঙ্গেল বেডের জন্য কম্বল ৩৫০ টাকা কিলোগ্রাম দরে বিক্রি করছেন। শীত দেরিতে আশায় এখনো পর্যন্ত সেভাবে ব্যবসা জমে ওঠেনি বলে তিনি জানান।
advertisement
advertisement
তবে মাত্র এক মাস সময় নিয়েই তারা এখানে ব্যবসা করতে এসেছেন। তাই ঠান্ডা সেভাবে না পড়ায় দুশ্চিন্তায় আছেন তারা। আমরা এখানে তিন মাস থাকব আর এই তিন মাস এখানে ব্যবসা করে চলে যাব আমরা আমাদের নিজেদের দেশে। এখানে এসে আমাদের কাছ থেকে যারা কম্বল কিনছে খুব ভালো লাগছে এই তিন মাসের পরিচয়। আগামী বছর আবারো আসবো এখানে।
advertisement
Suman Saha
view commentsLocation :
First Published :
December 06, 2022 6:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: অবাক লাগলেও সত্যি! কেজি দরে বিক্রি হচ্ছে কম্বল!