সেই রাস্তা আজ রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী উপস্থিতিত। জয়নগরের ধোষা বাজার থেকে কুলতলীর কেল্লা বাজার পর্যন্ত ১৮ কিমি,রাস্তার শুভ উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সেচ ও জলপথ বিভাগের মন্ত্রী পার্থ ভৌমিক,দুই বিধায়িক বিভাস সরদার ও গনেশ চন্দ্র মন্ডল। ছিলেন প্রশাসনের একাধিক প্রশাসনিক কর্তারা। মন্ত্রী পার্থ ভৌমিক বলেন এই রাস্তা দীর্ঘ ৩০ বছর সংস্কার হয়নি।
advertisement
আরও পড়ুন: ডিপ্রেশন কাটায়, যৌবন ধরে রাখে! পাট শাক খান নিয়ম মেনে! উপকার জানলে অবাক হবেন
এই রাস্তা ও দুটি সেতু তৈরি হলে দুই বিধানসভার কয়েক হাজার মানুশের উপকার হবে, বিশেষ করে কৃষকদের, এই রাস্তা হলে এলাকার কৃষকদের এবং যাতায়াতের যেমন সুবিধা হবে, তেমন কৃষিজাত পণ্য নিয়ে যেতেও অনেক সুবিধা হবে। দীর্ঘ দিন এই রাস্তা সংস্কার না হওয়ার কারণে দীর্ঘ পথ অতিক্রম করে যেতেহত এলাকার মানুষের,১৮ কিমি রাস্তার জন্য প্রায় ১৯ কোটি টাকা খরচা হবে, আগামী এক বছরের মধ্যে এই রাস্তা সম্পূর্ণ হবে বলে জানান মন্ত্রী।
সুমন সাহা