Health Benefits Of Jute Leaves: ডিপ্রেশন কাটায়, যৌবন ধরে রাখে! পাট শাক খান নিয়ম মেনে! উপকার জানলে অবাক হবেন
- Published by:Piya Banerjee
Last Updated:
Health Benefits Of Jute Leaves: কী কাণ্ড! পাট শাকের এত গুণ জানতেন? এক পাতাতে এত জাদু! চমকে যাবেন জানলে!
কোচবিহার: শাক সবজির মধ্যে বেশ পরিচিত একটি নাম পাট শাক। তবে এই শাক কিছুটা তেতো প্রকৃতির হওয়ার কারণে অনেকেই এই শাক খাওয়ার থেকে বিরত রাখেন নিজেকে। তবে এই শাকের মধ্যেও রয়েছে প্রচুর পুষ্টিগুণ। পুষ্টিগুণে ভরপুর এই শাক মানব শরীরের নানা ধরনের উপকার করে থাকে। বাজারে মিষ্টি এবং তেতো দুই ধরনের পাট শাক পাওয়া যায়। তবে পাট শাক ক্রুশিয়াস প্রজাতির শাক হওয়ায় এটি ব্রকলি, বাঁধা কপি, ফুল কপি, অ্যাস্পারাগাস সহ এই জাতীয় অন্যান্য সবজির মতো শরীরে ডি-টক্সিফাইয়ের কাজ করে। এই প্রজাতির শাক-সবজি মানব দেহের ক্যান্সার প্রতিরোধেও দারুণ ভূমিকা গ্রহণ করে।
তবে গরমের মরশুম পড়তেই নতুন করে বাজারে দেখা মেলে এই শাকের। গরমের দিনে এই শাক খাওয়ায় উপকার রয়েছে অনেক। এই শাক দিয়ে বহু ধরনের রান্না পদ্ধতি প্রচলিত রয়েছে প্রায় প্রত্যেক বাড়িতে বাড়িতে। তবে বেশিরভাগ বাড়িতে হালকা তেঁতো প্রকৃতির পাট শাক বেশি খাওয়া হয়ে থাকে। অনেকে গরমে শরীর ঠান্ডা রাখতে পাট শাকের হালকা ঝোল খেয়ে থাকেন। আবার অনেকে সুগার কামাতে ও কৃমি নাশ করতে পাট পাতা শুকনো করার পর তা জলে ভিজিয়ে রেখে সেই জল খেয়ে থাকেন। তবে আরোও বহু পদ্ধতিতে এই পাট শাক খাওয়া সম্ভব।
advertisement
advertisement
পাট শাকের কিছু পুষ্টিগুণ ও উপকার নিচে দেওয়া হল:
১) রক্তচাপ নিয়ন্ত্রণ করে: পাট শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে।
২) হজমশক্তি বাড়ায়: পাট শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়াতে দারুন সহায়তা করে থাকে। এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও বেশ অনেকটাই উপকারি। এছাড়া এই শাক রুচি বাড়াতেও বেশ কার্যকর।
advertisement
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে: পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন C থাকায় এটি মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে থাকে। নিয়মিত এ শাক খেলে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে যায়।
৪) ত্বকে তারুণ্য ধরে রাখে: পাট শাকে থাকা ভিটামিন C মানব দেহের ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে ত্বকের তারুণ্যকে ধরে রাখতে ব্যাপক সহায়তা করে।
advertisement
৫) দৃষ্টি শক্তি বাড়ায়: পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন A পাওয়া যায়। যা দৃষ্টি শক্তি উন্নত রাখতে দারুন ভূমিকা গ্রহণ করে থাকে।
৬) হতাশা দূর করে: বিশেষজ্ঞদের মতে, ম্যাগনেসিয়াম হতাশা দূর করতে বেশ কার্যকর ভূমিকা রেখে থাকে। আর এই পাট শাকের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাগনেসিয়ামের উপস্থিতি থাকায় এটি মুড ভাল রাখতে দারুণ সহায়তা করে। এছাড়াও, এই খনিজ মানসিক চাপ এবং অনিদ্রায় ভোগা মানুষদের জন্য দারুণ উপকারি।
advertisement
উপরে আলোচিত পুষ্টিগুণ ও উপকার থাকা সত্বেও পাট শাক খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মানা উচিত। যদি কোন ব্যক্তির অ্যালার্জি রোগ থেকে থাকে। তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই শাক খাওয়ার আগে। কারণ পাট শাক অ্যালার্জি রোগে আক্রান্ত মানুষদের সাময়িক ভাবে ভোগান্তি বাড়িয়ে তুলতে পারে।
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 6:27 PM IST