ওই কাজ পরিদর্শনে যানজয়নগর-মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীন মন্ডল এবং দু'নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাখি ভট্টাচার্য। পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন. 'জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ডের দত্ত বাড়ির সদস্যরা দীর্ঘ দিন যাবত পৌরসভার পাইপ লাইনের পানীয় জল থেকে বঞ্চিত ছিল।'
আরও পড়ুন: উন্নয়ন-কাজের নিরিখে কত নম্বর পেল বানেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত? চমকপ্রদ রিপোর্ট
advertisement
তিনি আরও বলেন, 'আমরা ক্ষমতায় আসার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তড়িঘড়ি বাড়িতে বাড়িতে জল কানেকশনের ব্যবস্থা করি। দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাখি ভট্টাচার্য বলেন, পৌরসভা নির্বাচনের আগে আমি এই ওয়ার্ডের মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কথা দিয়েছিলাম নির্বাচনের পর আমরা নতুন বোর্ড গঠন করে এলাকায় পানীয় জল আলো এবং রাস্তার উপর বিশেষ গুরুত্ব দেব তাই কথা দিয়ে কথা রাখার চেষ্টা করছি।'
আরও পড়ুন: ছাত্র ভর্তি নিয়ে বিরাট জটিলতা বহরমপুরের স্কুলে, অভিভাবকদের তুলকালাম
পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন মন্ডল বলেন, 'জয়নগর মজিলপুরের দত্তবাড়ি দীর্ঘদিন পানীয় জল থেকে বঞ্চিত ছিল , তাই তৃণমূল কংগ্রেস জয়নগর মজিলপুর পৌরসভায় নতুন বোর্ড গঠন করার পরে প্রথমেই এই দত্ত বাড়ি র জল সংযোগের উপর বিশেষ গুরুত্ব দিই। এভাবে জল কানেকশন হওয়ায় খুশি দুই নম্বর ওয়ার্ডের দত্ত বাড়িতে থাকা প্রত্যেকটি পরিবার।'
সুমন সাহা