উন্নয়ন-কাজের নিরিখে কত নম্বর পেল বানেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত? চমকপ্রদ রিপোর্ট
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে উন্নয়নের কাজের নিরিখে পঞ্চায়েতকে নম্বরও দিলেন গ্রামবাসীরা।
#কোচবিহার: কোচবিহার জেলার কোচবিহার ২ নং ব্লকের অন্তর্গত বানেশ্বর এলাকায় বানেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের কাজ কর্মের ক্ষতিয়ান দিলেন এলাকার স্থানীয় মানুষেরা। বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে উন্নয়নের কাজের নিরিখে পঞ্চায়েত কে নম্বরও দিলেন গ্রামবাসীরা। তবে একটা কথা বলতেই হয় বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে এলাকার উন্নয়নের কাজের ফলে খুশি হয়ে রয়েছেন অধিকাংশ গ্রামবাসী।
গ্রামবাসীদের অধিকাংশই পঞ্চায়েতের উপর সন্তুষ্ট হয়ে রয়েছেন। তারা আশা করছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েত জিতবেন। এবং আগামী দিনে গ্রামের আরো অনেক উন্নয়নের কাজ হবে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে রাস্তা সংস্কার এবং জল সমস্যা সমাধানে বেশ অগ্রণী ভূমিকা পালন করেছে এই গ্রাম পঞ্চায়েত। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত ভোটের দামামা বাজতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তাই পঞ্চায়েত ভোটের আগেই গোটা এলাকায় বাকি থাকা উন্নয়নের কাজ সম্পন্ন করা হচ্ছে বলেও জানান গ্রামবাসীদের একাংশ।
advertisement
আরও পড়ুন: সিসিটিভিতে চিহ্নিত চোর, হাতেনাতে ধরে গণপিটুনি উত্তেজিত জনতার! মালদহে চাঞ্চল্য
তবে এই গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নের বেশ কিছু কাজ অধরা রয়ে গিয়েছে। আবার যোজনার ঘর এবং ১০০ দিনের কাজ নিয়ে কিছু সমস্যা রয়েছে এলাকায়। বেশ কিছু মানুষ ১০০ দিনের কাজ করলেও প্রথম অংশের টাকা পেয়েছিলেন। কিন্তু পরের টাকা এখনোও পর্যন্ত পাননি। তারা পঞ্চায়েতের কাছে দাবি রাখছেন দ্রুত যাতে তাদের সেই বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হয়। এই সমস্যা ছাড়া বাকি আর কোন সমস্যা চোখে পড়ছে না এই এলাকার গ্রামবাসীদের।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ২
গ্রামবাসীদের একজন নীলিমা মোদক বলেন, "এলাকায় রাস্তা সংস্কারের কাজ এবং নতুন রাস্তা নির্মাণের কাজ হয়েছে বেশ কিছু। এছাড়াও নতুন একটি জলের রিজার্ভার তৈরি করা হয়েছে গ্রামে। যার ফলে গ্রামের জলের সমস্যা অনেকটাই কমে এসেছে। আগামী দিনে গ্রামের আরো উন্নয়ন হোক।" অপর একজন গ্রামবাসী নরেশ বর্মন জানান, "কিছুদিন আগেই তাদের বাড়ির সামনের মাটির রাস্তা পাকা করা হয়েছে। তারফলে রাস্তা দিয়ে চলাচল করতে অনেকটাই সুবিধা হচ্ছে তাদের। সব মিলে তাই তিনি এই গ্রাম পঞ্চায়েত কে এক থেকে দশের মধ্যে ১০ নম্বর দিয়েছেন।\" আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েত যদি আবার যেতে তাহলে এই গ্রামের আরো সার্বিক উন্নয়ন হবে এমনটাই দাবি গ্রামবাসীদের।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
December 23, 2022 7:13 PM IST
