South 24 Parganas News: প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ২

Last Updated:

ভয় দেখিয়ে যুবতীকে ধর্ষণ ও ছিনতাইয়ের অভিযোগে ঢোলাহাট থেকে ২ ব‍্যক্তিকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশের জালে ২
পুলিশের জালে ২
#ঢোলাহাট: ভয় দেখিয়ে বছর উনিশের এক মহিলাকে জোর করে মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার পর তার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে দুই যুবককে গ্রেফতার করেছে ঢোলাহাট থানার পুলিশ। ধৃত সাইদুল নাইয়া (৩২) ওরফে সাহাজুল। তাকে ঢোলাহাট থানার পাথরবেড়িয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত সনাতন কয়াল (২৩)। তাকে ভবের ঠেক এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৫, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে বুধবার কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হলে সাইদুলকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ঢোলাহাট থানা এলাকার বছর উনিশের এক মহিলাকে শিব নগরের বাসিন্দা বাবুসোনা নামে তার এক বন্ধুর সঙ্গে জুমাই নস্কর হাট থেকে কিছুটা দূরে ভবের ঠেকের কাছে বসে বলে গল্প করছিল।
advertisement
আরও পড়ুন: সিসিটিভিতে চিহ্নিত চোর, হাতেনাতে ধরে গণপিটুনি উত্তেজিত জনতার! মালদহে চাঞ্চল্য
প্রায় ঘন্টা খানেক পর ঢোলাহাট থানার শিবনগরের বেনেরচক এলাকার বাসিন্দা বছর বত্রিশের সাইদুল নাইয়া ওরফে সাহাজুল একটা মোটর বাইক নিয়ে যাওয়ার পথে তাদের দেখতে পেয়ে দাড়িয়ে যায়। অভিযোগ, সাইদুল তার সহযোগী সনাতন কয়ালকে সঙ্গে নিয়ে প্রথমে ছেলেটিকে চমকায় তারপর তাকে মারধর করে আটকে রেখে মেয়েটিকে দূরে একটা নির্জন জায়গায় নিয়ে যায়। সন্ধ্যার পর সেখানে সাইদুল তাকে ধর্ষণ করে।
advertisement
advertisement
আরও পড়ুন: চাঁচলে তুমুল অশান্তি, বিডিও অফিস ঘেরাও! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
পরে নির্যাতিতার কাছে থাকা নগদ ১০ হাজার টাকা ও মোবাইল কেড়ে নেওয়া হয়। এমনকী কাউকে বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাটের পাথরবেড়িয়া থেকে সাইদুল নাইয়া ও ঢোলাহাটের ভবের ঠেক থেকে সনাতন কয়ালকে গ্রেফতার করে পুলিশ।
advertisement
নবাব আয়াতুল্লা মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
South 24 Parganas News: প্রাণে মারার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, পুলিশের জালে ২
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement