চাঁচলে তুমুল অশান্তি, বিডিও অফিস ঘেরাও! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
- Published by:Raima Chakraborty
- Written by:Sebak Deb Sarma
Last Updated:
নতুন তালিকা তৈরি না হলে পঞ্চায়েত সদস্যদের জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর হুঁশিয়ারি বঞ্চিতদের।
#মালদহ: আবাস যোজনার প্রাথমিক তালিকায় নাম না ওঠা নিয়ে ক্রমেই বিক্ষোভ ছড়াচ্ছে মালদহের বিভিন্ন এলাকায়। এমনই আঁচ মিলেছে বৃহস্পতিবার। একই দিনে চাঁচলে বিডিও অফিস ঘেরাও বঞ্চিতদের অন্যদিকে, হরিশ্চন্দ্রপুরে গ্রাম সভাতেই ঘরের দাবিতে ঘেরাও বিক্ষোভের মুখে শাসক দলের নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী। দু'টি জায়গাতেই পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আবাস যোজনার তালিকায় নাম না থাকায় বিডিও অফিসে ঘেরাও বিক্ষোভ। মালদহের চাঁচল- ২ ব্লকের ঘটনা। বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখান একাধিক গ্রামের গরিব মানুষজন। অভিযোগ, প্রকৃত প্রাপকদের অনেকেরই নাম তালিকা থেকে বাদ গিয়েছে। অথচ স্থান পেয়েছেন শাসক দলের নেতৃত্ব ও তাঁদের ঘনিষ্ঠরা। তাই, নতুন করে তালিকা তৈরির দাবিও তোলা হয়। পুনরায় আবাস যোজনার তালিকায় নাম নথিভুক্তকরণের জন্য এদিন বিডিও অফিসে গিয়ে আবেদনপত্রও জমা করেন বিক্ষোভকারীদের অনেকে।
advertisement

advertisement
আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা নবান্নের, ডেটলাইন ১৫ জানুয়ারি
আবাস যোজনা নিয়ে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হন এলাকার বিজেপি নেতৃত্বও।এদিন দুপুর থেকে চাঁচল-২ ব্লক অফিসে শুরু হয় আবাস যোজনার ঘর পাওয়ার দাবিতে বিক্ষোভ। চাঁচলের ধানগাড়া, চাঁদপুর প্রভৃতি গ্রামের শতাধিক মানুষ দীর্ঘক্ষন বিডিও অফিসে বিক্ষোভ দেখান। অনেকেরই অভিযোগ, ঘর পাওয়ার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্যদের দাবি মতো টাকা না দেওয়ার জন্যই নাম তোলা হয়নি প্রাথমিক তালিকায়। পরে বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে রাখার আশ্বাস দেয় ব্লক প্রশাসন।
advertisement
আরও পড়ুন: জ্বর-অ্যালার্জি থেকে ক্যানসার, ১২৯টি ওষুধের দাম কমছে জানুয়ারিতে
আবাস যোজনার তালিকায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ ছড়ায় মালদহের হরিশ্চন্দ্রপুরেও। গ্রামসভায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। শুধু তাই নয়, দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্যদের জুতোর মালা পড়িয়ে ঘোরানোরও হুঁশিয়ারি বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার মালদহের হরিশ্চন্দ্রপুরে বিএম জুনিয়র হাইস্কুলে বসেছিল গ্রামসভা। সেখানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিসবা খাতুনের স্বামী তথা এলাকার তৃণমূল নেতা আফজল হোসেন। আবাস যোজনার তালিকায় নাম নেই এমন বেশকিছু মানুষ তাঁকে গ্রামসভাতেই ঘিরে ধরেন। বিক্ষোভ দেখাতেও শুরু করেন।
advertisement
অভিযোগ, যাঁদের পাকা বাড়ি নেই, কার্যত দিন আনে দিন খান, এমন বহু পরিবার তালিকায় ঠাঁই পাইনি। শুধু তাই নয়, কাটমানি দিতে পারেননি বলেই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলা হয়। ঘটনায় অস্বস্তিতে পড়েন পঞ্চায়েত প্রধানের স্বামী। বিক্ষোভকারীদের দাবিও কার্যত মেনে নেন তিনি। এলাকার অনেক গরিব মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ওই তৃণমূল নেতা। যদিও বিক্ষোভকারীরা পাল্টা হুঁশিয়ারি দেয় শুধু আশ্বাসে চলবে না। ঘর না পেলে পঞ্চায়েতের সদস্যদের গ্রামে জুতোর মালা জুটবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2022 5:46 PM IST