Malda News: সিসিটিভিতে চিহ্নিত চোর, হাতেনাতে ধরে গণপিটুনি উত্তেজিত জনতার! মালদহে চাঞ্চল্য

Last Updated:

মাঝে মধ্যেই উধাও গাড়ির ব্যাটারি। চোর ধরতে অবশেষে পার্কিং এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তাতেই ধড়া পড়ল চোর। 

+
গণপিটুনি

গণপিটুনি উত্তেজিত জনতার

#মালদহ: মাঝে মধ্যেই উধাও গাড়ির ব্যাটারি। চোর ধরতে অবশেষে পার্কিং এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তাতেই ধড়া পড়ল চোর। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চোর ধরে ফেললেন স্থানীয়রা। চুরির অভিযোগে যুবককে ব্যাপক মারধর শুরু করেন স্থানীয়রা। ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরাতন মালদহের মঙ্গলবাড়ি মির্জাপুর এলাকায়।
সিসিটিভি ক্যামেরায় যুবককে চিহ্নিত করেন স্থানীয়রা। তারপরেই তাকে জিজ্ঞাসাবাদ করে। চুরির পর ব্যাটারিটি বিক্রি পর্যন্ত করে দেয় বলে অভিযোগ। তারপরেই স্থানীরয়া মারধর শুরু করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদহ থানার পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনায় এদিন গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
advertisement
আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা নবান্নের, ডেটলাইন ১৫ জানুয়ারি
বৃহস্পতিবার বিকেলে মঙ্গবাড়ি মির্জাপুর এলাকায় এক গাড়ি ব্যাবসায়ীর পার্কিং থেকে একটি গাড়ির ব্যাটারি চুরি যায়। কে চুরি করেছে এই বিষয়টি জানতে পারছিলেন না মালিক। তারপরেই তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই দেখা যায় স্থানীয় এক যুবক ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছেন। তারপরেই তাকে হাতেনাতে ধরে ফেলেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে।
advertisement
advertisement
আরও পড়ুন: চাঁচলে তুমুল অশান্তি, বিডিও অফিস ঘেরাও! কারণ শুনলে অবাক হয়ে যাবেন
গাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছে ব্যাটারি। অবশেষে সিসিটিভি ক্যামেরায় ধড়া পড়েছে চুরির ঘটনা। ভিডিও ফুটেজ দেখে চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত যুবককে উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের বাড়ি স্থানীয় খয়রাতিপাড়া এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গাড়ির মালিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন‌
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News: সিসিটিভিতে চিহ্নিত চোর, হাতেনাতে ধরে গণপিটুনি উত্তেজিত জনতার! মালদহে চাঞ্চল্য
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement