বাইক চেপে বর যাচ্ছেন বিয়ে করতে। এমন ঘটনা নজরে আসতেই দেখার জন্য রাস্তার পাশে জড়ো হলেন প্রচুর মানুষ। এমনকি এমন অভিনব বিয়েতে সাক্ষী থাকতে মোবাইলে ছবিও তুলে রাখলেন কেউ কেউ।- ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের মমতা পল্লীর বাসিন্দা অক্ষয় সরকার ও তাঁর স্ত্রী কানন দেবীর একমাত্র সন্তান বিশ্বজিত। বিশ্বজিত প্রথম থেকেই লেখাপড়ায় মেধাবী। স্কুল জীবনে শুরু হয় প্রেম পর্ব। ক্যানিংয়ের পুরাতন খেয়াঘাট সংলগ্ন এলাকার পৌলমী বেরার সঙ্গে সম্পর্কে জড়ান বিশ্বজিৎ।
advertisement
বাইকে চড়ে চুটিয়ে প্রমপর্ব চলার পাশাপাশি অত্যন্ত সাফল্যের সাথে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হয়।এবপর পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক হয় পৌলমী ও বিশ্বজিতের। বিয়ের কয়েকদিন আগেই বিশ্বজিত তার বন্ধুদের সাথে আলোচনা করে গাড়ি ভাড়া করার জন্য। সেই সময় তার এক বিশ্বস্থ বন্ধুর পরামর্শ দেয় নতুন কিছু করতে হবে। কারণ বিয়ে তো আর একাধিকবার হবে না। জীবনে একবার। এবং সেটা যাতে মনে রাখা সেই উদ্যোগ নিয়ে বাইক এ চেপে বিয়ে করতে যাওয়ার সেইমতো সকাল থেকে বিয়ে বাড়িতে তোড়জোড় শুরু হয়।
আরও পড়ুন: পাল্টাতে চলেছে গড়িয়াহাট মার্কেটের চেনা ছবি, কেমন হবে দেখতে?
ফুল দিয়ে সাজানো হয় মোটর বাইককে। এরপর রাজবেশে গলায় বিয়ের মালা পরে বাইক চালিয়ে বিয়ে করার উদ্দেশ্যে রওনা দেয় বর।অন্যদিকে বাইক না চালালেও নব বধুর সাজে সেজে বাইকে চড়ে বিয়ে করতে গির্জায় হাজির হয় পৌলমী। খ্রীষ্টীয় মতে ক্যানিংয়ের একটি গির্জাতেই বিয়ের কাজ সম্পন্ন হয়।
সুমন সাহা