Rekha KISS Scene: ২৫ বছরের বড়! পরিচালক 'Action' বলতেই ১৫-র রেখাকে টানা 5 মিনিট চুমু খেলেন এই নায়ক! তারপর কী হয়েছিল জানেন?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rekha Kissing Scene: রেখাকে তার সৌন্দর্যের কারণে বলিউডের এভারগ্রিন অভিনেত্রী বলা হয়। তাঁর সৌন্দর্য থেকে রেখার জীবন সবটুকু ঘিরেই যেন ছড়িয়ে আছে রহস্যময় এক মিথ। ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী, রেখা আজও সমানভাবে উঠে আসেন আরব সাগরতীরের চর্চায়।
advertisement
advertisement
advertisement
খুব অল্প বয়স থেকেই চলচ্চিত্রে কাজ শুরু করেন রেখা। বলা হয়, রেখার বাবা-মায়ের মধ্যে প্রায়ই সম্পর্কের জোয়ার-ভাঁটা চলতে থাকত। পরে রেখার বাবা-মা আলাদা হয়ে যান এবং এরপর থেকেই রেখা তার মায়ের সঙ্গে থাকতে শুরু করেন। এমন পরিস্থিতিতে ঘর চালানোর দায়িত্বের কারণে রেখাকে না চাইলেও চলচ্চিত্রে কাজ করতে হয়।
advertisement
advertisement
advertisement
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ছবির একটি অংশে রেখা ও বিশ্বজিতের একটি রোমান্টিক দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। শোনা যায়, পরিচালক অ্যাকশনের জন্য ডাকার সঙ্গে সঙ্গেই বিশ্বজিৎ রেখাকে জড়িয়ে ধরেন এবং তাকে পুরো পাঁচ মিনিট ধরে চুম্বন করতে থাকেন। বিষয়টির আকস্মিকতায় রেখা ভয় পেয়েছিলেন কারণ তিনি জানতেনই না তাঁর সঙ্গে একটি চুম্বন দৃশ্যে অভিনয় হতে চলেছে।
advertisement
advertisement
advertisement