আরও পড়ুন: গঙ্গা সংস্কৃতি যাত্রার পর গঙ্গাসাগরে রিভার ফেস্টিভাল, খুশি দ্বীপের বাসীন্দা
পর্যায়ক্রমে এই কাজ চলবে বলে হাসপাতাল সূত্রে খবর। শুধুমাত্র ভেষজ বাগান তৈরি নয় বাগানের প্রত্যেকটি গাছের সামনে লাগানো হয়েছে লেবেল। সেই লেবেলে গাছের নাম রয়েছে। হাসপাতালে আগত রোগীএবং তার পরিবারের লোকজনের ভেষজ উদ্ভিদ সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করতে এই কাজ করা হয়েছে। বাগানে রয়েছে হরিতকি, বাসক, তুলসীসহ একাধিক ভেষজ গাছ। সঙ্গে বসানো হয়েছে আ্যলোভেরার মত গাছও।
advertisement
আরও পড়ুন: ড্রাগনের সঙ্গে হচ্ছে স্ট্রবেরি! ছাদ বাগান ভরে উঠছে বিদেশি ফলে
এই গাছ গুলিকে কিভাবে রোগীদের প্রয়োজনে কাজে লাগানো যায় তার চিন্তাভাবনা চলছে বলে খবর। ভেষজ গাছ ছাড়াও সেখানে তেজপাতার মত অর্থকরী মশলার গাছ বসানো হয়েছে।শুধুমাত্র ভেষজ বাগান নয়, সমগ্র হাসপাতালে সৌন্দর্যায়নের জন্য বেশ কিছু সৌখিন গাছ বসানো হয়েছে। গাছের কোনোরকম ক্ষতি না হয় সেজন্য সর্বদা সেখানে চলছে নজরদারি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চলছে আগাছা পরিষ্কারের মত কাজ। সমস্ত কিছু সম্পূর্ণ হওয়ার পর হাসপাতাল চত্বরে পড়বে নতুন রঙের পোচ। যার ফলে খুশি সকলেই।
নবাব মল্লিক