South 24 Parganas News: ড্রাগনের সঙ্গে হচ্ছে স্ট্রবেরি! ছাদ বাগান ভরে উঠছে বিদেশি ফলে
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:SUMAN SAHA
Last Updated:
জমিতে ড্রাগনের সঙ্গে স্ট্রবেরি চাষ সুন্দরবনে সফল হলেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গবেষক। প্রাকৃতিক দূর্যোগ কবলিত সুন্দরবনে বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফ্রুটস কয়েক বছরে বেশ প্রসার লাভ করছে।
দক্ষিণ ২৪ পরগনা: একই জমিতে ড্রাগনের সঙ্গে স্ট্রবেরি চাষ সুন্দরবনে সফল হলেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের গবেষক। প্রাকৃতিক দূর্যোগ কবলিত সুন্দরবনে বিকল্প চাষ হিসাবে ড্রাগন ফ্রুটস কয়েক বছরে বেশ প্রসার লাভ করছে। কয়েক বছর ধরে এ নিয়ে গবেষণা করছেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের কনজারভেশন বায়োলজি বিভাগের গবেষক চিত্তরঞ্জন নস্কর। নিজের বাড়ির ছাদে ড্রাগন ফ্রুটস এর সঙ্গে একই মাটিতে কিভাবে ড্রাগন ফ্রুটস এর সঙ্গে স্ট্রবেরী চাষ করা যায় সে নিয়েই চালান বিভিন্ন এক্সপেরিমেন্ট, এবং এটা প্রমাণিত হয় একই জমিতে ড্রাগন ও স্ট্রবেরি চাষ সম্ভব।
ডিসেম্বর থেকে এপ্রিল এই কয়েকমাস ড্রাগন ফ্রুটস এর উৎপাদন বন্ধ থাকে এবং এই সময় জমিতে আগাছার ব্যাপক বিস্তার হয়। এই সময়ে ড্রাগন গাছের চারপাশে স্ট্রবেরী চাষ খুবই লাভজনক হতে পারে। সুন্দরবন অঞ্চলে এমনই একটি ড্রাগন ফ্রুটস এর ফিল্ডের কর্ণধার শিক্ষক সন্তু হালদার জানালেন ওনার দেখানো পদ্ধতি মেনে ড্রাগন ফ্রুটস এর উৎপাদন বন্ধের সময়ে স্ট্রবেরী খুব ভালো বিকল্প চাষ হচ্ছে। এর ফলে একদিকে আগাছা নিড়ানোর খরচ বেঁচে যাচ্ছে এবং ড্রাগন গাছের কোনো ক্ষতি ছাড়াই স্ট্রবেরী গাছ ব্যাপকভাবে বিস্তার লাভ করছে।সন্তু বাবু জানালেন এবছর মাত্র দুমাসে প্রায় এক হাজার স্ট্রবেরী চারা বিক্রি করেছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Conjuction of Shukra-Shani: ৩০ বছর পরে বিশাল শক্তি শুক্র-শনির! ২০২৪ কাঁপাবেন ৩ রাশির মানুষেরা, সোনায় সোহাগা জাতক-জাতিকারা
গত বছর নিজের ফিল্ডে আশানুরূপ ফলন পেয়ে তিনি উচ্ছ্বসিত।কয়েকজন কলেজ পড়ুয়াকে নিয়ে তৈরি করা হয়েছে একটি গ্রুপ। চারা তৈরিথেকে শুরু করে পরিচর্যা সবই হাতে কলমে শেখানো হচ্ছে চিত্তরঞ্জন ও সন্তুর পরিচালনায়। এবার সুন্দরবন অঞ্চলের সাতটি ফিল্ড এ পরীক্ষামূলক ভাবে চাষ করছেন তাঁরা। আগামী দিনে ড্রাগন ফ্রুটস এর পাশাপাশি স্ট্রবেরী চাষ যে সুন্দরবন অঞ্চলের প্রান্তিক চাষীদের পরিযায়ী শ্রমিক হওয়া থেকে বিরত রাখবে সে ব্যাপারে দুজনেই আশাবাদী।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 11:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ড্রাগনের সঙ্গে হচ্ছে স্ট্রবেরি! ছাদ বাগান ভরে উঠছে বিদেশি ফলে