ঘটনায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানটি। ক্ষতিগ্রস্ত হয়েছে ইলেকট্রিক পোলেরও। স্থানীয় বাসিন্দাদের দাবি, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক, সেই কারণেই দুর্ঘটনাটি ঘটে। এর কারণে প্রায় এক ঘণ্টা কুলপি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে, গাড়ি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
আরও পড়ুন: শুধুই ভাল লাগা নয়, শ্রী রামকৃষ্ণের এই জিলিপি প্রেমের ছিল বড় কারণ! জানলে অবাক হবেন
advertisement
আরও পড়ুন: জলই জীবন, আর সেই 'জল'ই কেড়ে নিল তরতাজা প্রাণ! অন্ডালে বিরাট চাঞ্চল্য
মৃতের স্বামী তারক দাস বলেন, 'আমাদের এই কুলটি রোডে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। বারুইপুর থেকে এই কুলপি খুবই ব্যস্ততম রোড। রাস্তায় সেভাবে কোনও বাম্পার নেই, গাড়ি চালকরা দ্রুতগতিতে গাড়ি চালায় রাস্তায়। আজ আমার স্ত্রী মারা গেল, বিগত দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে প্রশাসনকে বলব এই রোডে স্পিড ব্রেকারের প্রয়োজন আছে। যদি রোডে যদি স্পিড ব্রেকার বসানো হয় তাহলে এই ধরনের ঘটনা অনেকটাই এড়ানো যাবে।' পাশাপাশি তিনি আরও ট্রাফিক আইন কড়া করতে হবে বলে দাবি জানান তিনি।
সুমন সাহা