এরপর গোটা ঘটনাটি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়। সেখান থেকেই পরিবেশকর্মী শুভ্রদ্বীপ বৈদ্যকে জানানো হয়। খবর পেয়েই বনদফতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন শুভ্রদ্বীপ।এরপর কচ্ছপটিকে নিয়ে আসা হয় মথুরাপুর বিট অফিসে। সেখানে কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। কচ্ছপটির স্বাস্থ্য পরীক্ষা করার পর কচ্ছপটিকে সুস্থ বলে ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বর্ষায় ঘরের আর্দ্রতা থাকবে নিয়ন্ত্রণে! হাঁপানি বা অ্যালার্জির সমস্যাও থাকবে না! কিনুন এই যন্ত্র
advertisement
পরে কচ্ছপটিকে নির্জন জায়গায় জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যুবকদের মধ্যে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে আগ্রহ বাড়ছে এই ঘটনা তার প্রমান। কচ্ছপটি উদ্ধারের পর ওই ৩ যুবককে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এ নিয়ে পরিবেশকর্মী শুভ্রদ্বীপ বৈদ্য জানিয়েছেন তিল কাছিম বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ। সেজন্য এই কচ্ছপটিকে সংরক্ষণ করা খুবই জরুরি।
নবাব মল্লিক