Healthy Air: বর্ষায় ঘরের আর্দ্রতা থাকবে নিয়ন্ত্রণে! হাঁপানি বা অ্যালার্জির সমস্যাও থাকবে না! কিনুন এই যন্ত্র
- Reported by:Trending Desk
- trending desk
- Published by:Piya Banerjee
Last Updated:
Healthy Air: এটি ঘরের ভিতরের বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প টেনে নিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাপ স্থির রাখে।
একটানা দাবদাহের পর ভারতের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি শুরু হয়েছে। একদিকে যেমন স্বস্তির শ্বাস ফেলেছে সাধারণ মানুষ। তেমনই এবার একটানা বৃষ্টিতে ক্রমবর্ধমান আর্দ্রতার কারণে শুরু হয়েছে অন্যচিন্তা। আসলে এই ভাবে আর্দ্রতা বাড়তে থাকলে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা থেকেই যায়। আবার ঘরের ভিতরে দেয়াল ও আসবাবপত্রে স্যাঁতসেঁতে ভাব তৈরি হয়। অনেক সময় সেখানেও ছত্রাক দেখা যেতে পারে।
advertisement
এই পরিস্থিতিতে, শরণাপন্ন হওয়া যেতে পারে যন্ত্রের। বর্ষায় সেই ত্রাণকর্তার নাম, ডি-হিউমিডিফায়ার, অর্থাৎ যা বাতাসের আর্দ্রতা শোষণ করে নেবে।ডি-হিউমিডিফায়ার ঘরের ভিতরের বাতাস শুকনো রাখার জন্য ব্যবহার করা হয়। এটি ঘরের ভিতরের বাতাস থেকে অতিরিক্ত জলীয় বাষ্প টেনে নিয়ে বাতাসে আর্দ্রতার পরিমাপ স্থির রাখে। বাড়ির কোনও সদস্যের কোনও স্বাস্থ্য সমস্যা, যেমন, হাঁপানি বা অ্যালার্জির উপসর্গ থাকলে তা থেকে রেহাই দিতে পারে এটি।
advertisement
advertisement
advertisement








