সামনে আবার পঞ্চায়েত ভোট, তার আগে অধিকাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে বলে জানিয়েছেন রায়দিঘীগ্রাম পঞ্চায়েতের প্রধান প্রভাকর ময়রা। এলাকার জল জমার সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তির ড্রেনেজ সিস্টেম, নদীবাঁধের সংস্কার সহ একাধিক কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
তবে সাধারণ মানুষের দাবি, এই এলাকা যেহেতু মৎস্যজীবীরা সমুদ্রে যাতায়াতের জন্য ব্যবহার করেন সেহেতু এখানে একটি ফিশিং হারবার ও কোল্ড স্টোরেজ তৈরি করলে ভালো হয়। রায়দিঘি গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তুলেছেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: উন্নয়নের কাজের নিরিখে কত নম্বর পেল নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েত? জানুন
তবে এই এলাকার দিঘীকে সংস্কার করায় খুশি স্থানীয় বাসিন্দারা। এই কাজের জন্য স্থানীয়রা বর্তমান বিধায়ক ড: অলক জলদাতা ও সাংসদ চৌধুরী মোহন জাতুয়াকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও শুধুমাত্র দিঘীর উন্নয়ন নয় এলাকার সার্বিক উন্নয়ন বিগত পাঁচবছরের মধ্যে হয়েছে বলে জানিয়েছেন রায়দিঘির প্রধান প্রভাকর ময়রা। তাঁর সেই মতের সঙ্গে তাল মিলিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
নবাব মল্লিক