সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ জি প্লটের একেবারে শেষপ্রান্ত হল এই গোবর্ধনপুর। এখানের মূল সমস্যা হল বাঁধের ভাঙন। এখানের বাঁধ অন্য সমস্ত বাঁধের থেকে আলাদা। এই বাঁধে সমুদ্রের উত্তাল ঢেউ এসে ধাক্কা দেয় সরাসরি। ফলে বাঁধ রক্ষা করাই বড়ো চ্যালেঞ্জ এখানে।প্রাকৃতিক বিপর্যয়ের সময় কখনও কখনও ১৬ ফুটেরর বেশি ঢেউ আসে এখানে। সেসময় বাঁধ কোনোভাবেই রক্ষা করা যায়না। প্রতিবছরই সেজন্য বাঁধ সারাতে হয় এখানে। সমুদ্রের এই বিরূপ আচরণের কারণ হিসাবে অনেকেই জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।
advertisement
জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের জলের উচ্চতা দিনের পর দিন বাড়ছে, আর যার ফলে সমস্যা আরও তীব্র হচ্ছে ক্রমশ।বর্তমানে বেহাল বাঁধ সারানোর প্রচেষ্টা শুরু হয়েছে সেখানে। বেশ কিছু যায়গায় বাঁধে দেওয়া হয়েছে জিও চট। তবে স্থায়ী বাঁধ নির্মাণ না হলে এগুলি কোনো কাজে আসবেনা বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ইরিগেশান দফতরের পক্ষ থেকে পুজোর পর কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এখন কবে এই কাজ শুরু হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা।
নবাব মল্লিক