সেই প্রিয় কুট্টুসের শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের মতো রোগ। আর সেই রোগ নিরাময় করতে পাড়ার সকলে চাঁদা তুলে কলকাতায় চিকিৎসার জন্য পাঠিয়েছে কুট্টুসকে। আর যার ফলে উৎকন্ঠায় দিনযাপন করছেন ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। প্রিয় কুকুরের সুস্থতা কামনা করে প্রার্থনাও করছেন তাঁরা। আসলে কুট্টুসকে খুব ছোটবেলায় তার মা ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকেই স্থানীয়রা ছোট্ট কুট্টুসকে দেখাশোনা করত।
advertisement
কুট্টুসের খাবার অভাব হত না কখনও। তবে ছয় মাস আগে হঠাৎ কুকুরটির নাকে ইনফেকশন দেখা যায়। স্থানীয়রা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সেই ইনফেকশন সারানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই কোনোও কাজ হয়নি। পরে জানা যায় কুকুরটির ন্যাসাল টিউমার হয়েছে। এরপরই যোগাযোগ করা হয় ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের নম্বরে।
সেখান থেকেই কলকাতার একটি পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কুট্টুসকে। সেখানেই তার চিকিৎসা চলবে আগামী একমাস।
এই কাজে পাড়ার সকলে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কুট্টুসের জন্য তোলা হয়েছে চাঁদাও। সাহায্য করেছেন প্রাশাসনিক কর্মকর্তারাও।
আরও পড়ুন, কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন! মালদহে সাংঘাতিক কাণ্ড
আরও পড়ুন, নিজেরা উদ্যোগী হয়ে অস্ত্রোপচার, পথ কুকুরের মৃত্যু রুখলেন দুই পশু চিকিৎসক
প্রিয় কুট্টুসের জন্য তৈরি করা হয়েছে পোস্টার। সকলেই এখন তাকিয়ে আছেন কবে কুট্টুস সুস্থ হয়ে বাড়িতে ফেরে সেদিকেই।
নবাব মল্লিক