TRENDING:

South 24 Parganas News: কুট্টুস অসুস্থ, পাড়ায় নেই! মুখ ভার ডায়মন্ড হারবারের এই এলাকার বাসিন্দাদের

Last Updated:

South 24 Parganas News: সকলেই এখন তাকিয়ে আছেন কবে কুট্টুস সুস্থ হয়ে বাড়িতে ফেরে সেদিকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ডহারবার: পাড়ায় নেই প্রিয় কুট্টুস, আর সেজন্য মন ভার ডায়মন্ডহারবারের ৫ নং ওয়ার্ডের বাসিন্দাদের‌। আসলে কুট্টুস হল এক পথকুকুর। যাকে দেখভাল করতেন স্থানীয়রা।
advertisement

সেই প্রিয় কুট্টুসের শরীরে বাসা বেঁধেছে ক্যানসারের মতো রোগ। আর সেই রোগ নিরাময় করতে পাড়ার সকলে চাঁদা তুলে কলকাতায় চিকিৎসার জন্য পাঠিয়েছে কুট্টুসকে। আর যার ফলে উৎকন্ঠায় দিনযাপন করছেন ৫ নং ওয়ার্ডের বাসিন্দারা। প্রিয় কুকুরের সুস্থতা কামনা করে প্রার্থনাও করছেন তাঁরা। আসলে কুট্টুসকে খুব ছোটবেলায় তার মা ছেড়ে চলে গিয়েছিল। তখন থেকেই স্থানীয়রা ছোট্ট কুট্টুসকে দেখাশোনা করত।

advertisement

কুট্টুসের খাবার অভাব হত না কখনও। তবে ছয় মাস আগে হঠাৎ কুকুরটির নাকে ইনফেকশন দেখা যায়। স্থানীয়রা পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে সেই ইনফেকশন সারানোর চেষ্টা করে। কিন্তু কিছুতেই কোনোও কাজ হয়নি। পরে জানা যায় কুকুরটির ন্যাসাল টিউমার হয়েছে। এরপরই যোগাযোগ করা হয় ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের নম্বরে।

সেখান থেকেই কলকাতার একটি পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে কুট্টুসকে‌। সেখানেই তার চিকিৎসা চলবে আগামী একমাস।

advertisement

View More

এই কাজে পাড়ার সকলে এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কুট্টুসের জন্য তোলা হয়েছে চাঁদাও। সাহায্য করেছেন প্রাশাসনিক কর্মকর্তারাও।

আরও পড়ুন,  কুকুরের গায়ে গরম পিচ ঢেলে নির্যাতন! মালদহে সাংঘাতিক কাণ্ড

আরও পড়ুন,  নিজেরা উদ্যোগী হয়ে অস্ত্রোপচার, পথ কুকুরের মৃত্যু রুখলেন দুই পশু চিকিৎসক

প্রিয় কুট্টুসের জন্য তৈরি করা হয়েছে পোস্টার। সকলেই এখন তাকিয়ে আছেন কবে কুট্টুস সুস্থ হয়ে বাড়িতে ফেরে সেদিকেই।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: কুট্টুস অসুস্থ, পাড়ায় নেই! মুখ ভার ডায়মন্ড হারবারের এই এলাকার বাসিন্দাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল