নিজেরা উদ্যোগী হয়ে অস্ত্রোপচার, পথ কুকুরের মৃত্যু রুখলেন দুই পশু চিকিৎসক

Last Updated:

মায়ের পেটে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছিল দুটি বাচ্চার। মৃত সেই বাচ্চার শরীর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল মা কুকুরের ইউটেরাসে

#বাঁকুড়া: নিজেরা উদ্যোগী হয়ে অস্ত্রোপচার করে পথ কুকুরের মৃত্যু রুখলেন দুই পশু চিকিৎসক। মায়ের পেটে থাকা অবস্থাতেই মৃত্যু হয়েছিল দুটি বাচ্চার। মৃত সেই বাচ্চার শরীর থেকেই সংক্রমণ ছড়িয়ে পড়েছিল মা কুকুরের ইউটেরাসে। যন্ত্রনায় ছটফট করতে থাকা সেই মা-পথ-কুকুরকে দেখে এগিয়ে আসেন দুই পশু চিকিৎসক। শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগে অস্ত্রোপচার করে পথ কুকুরকে বাঁচানোর চেষ্টা চালালেন দুই পশু চিকিৎসক ও এক পশু প্রেমী। আপাতত সুস্থই রয়েছে মা কুকুর।
বাঁকুড়ার মাচানতলায় বেশ কিছুদিন ধরেই একটি মা কুকুরকে অসুস্থ অবস্থায় ঘুরে বেড়াতে দেখছিলেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজর এড়ায়নি বাঁকুড়ার সারমেয় প্রেমী মধুমিতা দাস ও স্থানীয় প্রাণীবন্ধু শুভাশিষ তেওয়ারির। কুকুরটিকে দেখেই শুভাশিষ তেওয়ারি বুঝতে পারেন মা কুকুরটির পেটে থাকা বাচ্চার মৃত্যু হয়েছে। সেখান থেকেই মা কুকুরটির শরীরে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। পশুপ্রেমী মধুমিতা দাসের উদ্যোগে দ্রুত খবর দেওয়া হয় পশু চিকিৎসক তাপস বিশ্বাসকে। তড়িঘড়ি মাচানতলা এলাকাতেই আশপাশের মানুষের কাছে টেবিল চেয়েচিন্তে খোলা আকাশের নিচে তৈরি করে ফেলা হয় অস্থায়ী অপারেশান থিয়েটার। সেখানে মা কুকুরটির শরীরে অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করে আনেন মৃত শাবকগুলিকে। সংক্রমণ ছড়িয়ে পড়ায় কেটে বাদ দিতে হয় ইউটেরাসও। অস্ত্রোপচারের পর কিছুক্ষণ স্যালাইন ও অন্যান্য ইঞ্জেকশান চালাতেই চাঙ্গা হয়ে ওঠে মা কুকুরটি। কুকুরটির শরীরে অস্ত্রোপচার সফল হওয়ায় খুশি পশুপ্রেমী ও ওই দুই পশু চিকিৎসক।
advertisement
প্রিয়ব্রত গোস্বামী
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
নিজেরা উদ্যোগী হয়ে অস্ত্রোপচার, পথ কুকুরের মৃত্যু রুখলেন দুই পশু চিকিৎসক
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement