ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ধারালো অস্ত্র সহ ডাকাতির সরঞ্জাম। ডাকাতির উদ্দেশ্যেই দশ বারো জনের দলটি জড়ো হয়েছিল বলে জানায় পুলিশ । বারুইপুর থানা পুলিশ সূত্র জানা গিয়েছে আমরা আমাদের সোর্স ইনফরমেশন থেকে জানতে পারি একটি ডাকাত দল নবগ্রাম এলাকায় ঘিরে দাঁড়িয়ে আছে এই ডাকাত দলটি কোন বড়সড় ডাকাতি করার উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছে কিন্তু কোনভাবেই তারা জেনে ফেলে পুলিশ ঘটনার স্থলে আসছে। সেই সময় কয়েকজন পালিয়ে গেলেও হাতে নাতে ৬ জন ধরা পড়ে যায় এবং ঘটনাস্থল থেকে ওদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র আমরা হাতেনাতে পেয়ে যায়!
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ থেকে আসছে না শোলা! চাহিদা থাকলেও, কাজ প্রায় বন্ধ! চিন্তায় শোলা শিল্পীরা!
তারপর তাদের আটক করে থানাতে নিয়ে আসা তারপর প্রাথমিক তদন্তে উঠে আসে এই দলটি কোন বড়সড় ছক কষছিলো। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গেলে সব ভেস্তে যায়। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানা। তবে বাকি পালিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে বারাইপুর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তার মধ্যে যেমন ৩৯৯ ও ৪০২ এই ধরনের ধারা দেয়া হয়েছে 6 জন দুষ্কৃতির বিরুদ্ধে ।ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে এই ৬ জন দুষ্কৃতির বিরুদ্ধে পুলিশ কাস্টস্টোরি দেয়ার নির্দেশ দেন বারইপুর মহাকুমা আদাল।পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে আরো তদন্ত প্রক্রিয়া চালাবে বলে জানা গেছে পুলিশ সূত্র।
সুমন সাহা






