গ্রন্থাগার রয়েছে তার মধ্যে থরে থরে বইও সাজানো রয়েছে। কিন্তু পাঠকের জন্য সেই গ্রন্থাগার আর নিয়মিত খোলা হয় না। যার ফলে বই প্রেমীরা বইয়ের খোঁজে গিয়ে গ্রন্থাগার বন্ধ দেখে খালি হাতেই ফিরে আসছে।
যার মধ্যে দক্ষিণ বারাসাত দীর্ঘদিন ধরে বহু অতি প্রাচীন হিতোষিনী পাঠাগার রয়েছে। বহু পাঠক এই পাঠাগারে প্রতিদিন আসতেন।
advertisement
আরও পড়ুন: পানীয় জলের সমস্যা সমাধানে অভিনব উদ্যোগ! দেখলে মন ভরে যাবে
একে একে এই পাঠাগারের কর্মী অবসর নিয়েছে তারপর থেকে গ্রন্থাগারের তালা মারা অবস্থায় পড়ে রয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে কর্মী সংকটের কারণে রীতিমতো জেলার বহু গ্রন্থাগার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। যদিও এ প্রসঙ্গে স্থানীয় এক পত্রিকার সম্পাদক তিনি বলেন বহুবার গ্রন্থাগার দফতরে জানিয়েও কোনো কাজ হয়নি।তাঁরা চান আগের মত ভাবে গ্রন্থাগার গুলি খোলা হোক।
আরও পড়ুন: ঝড়ের মধ্যে বাড়ির বাইরে পা রেখেছিলেন, উদ্ধার হল মহিলার দেহ
বন্ধের কারণে পাঠকের সংখ্যা অনেক কমে গিয়েছে আগের মতো আর মানুষ সেভাবে গ্রন্থাগারের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। মানুষ আস্তে আস্তে গ্রন্থাগারের কথা ভুলতে শুরু করেছে। যদিও এ বিষয়ে স্থানীয় বিধায়ক বলেন, “আমি জয়ী হবার পর স্থানীয় গ্রন্থাগারে বেশ কিছু বই দিয়েছিলাম তবে সেভাবে আর পাঠক দেখা যায় না তবে গ্রন্থাগার গুলি খোলার জন্য প্রস্তুতি চলছে।”
সুমন সাহা