স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি মগরাহাট থানা এলাকার বানিবেড়িয়ার এক নাবালিকা তার মাসির বাড়ি ফলতার সহরারহাট বাকি এলাকায় যান। অভিযোগ নিজের বাড়িতে একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে তার মাসির ছেলে অভিযুক্ত জগন্নাথ পাইক। ঘটনার পর ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে, মাসির বাড়ির লোকজন গত শুক্রবার ওই নাবালিকাকে তার নিজের বাড়িতে পৌঁছে দেয়।
advertisement
পরে পরিবারের লোকজনকে ওই নাবালিকা জানায় তার মাসির ছেলে তাকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে ওই নাবালিকাকে অসুস্থ অবস্থায় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে ওই নাবালিকার মৃত্যু হয়।
আরও পড়ুন, নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য! পুরসভায় নিয়োগে বড় ভূমিকায় মজদুর ইউনিয়ন?
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট নিয়ে জরুরী জনস্বার্থ মামলার অনুমতি কংগ্রেস ও বিজেপি-কে
ঘটনায় অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবক জগন্নাথ পাইককে গ্রেফাতার করেছে ফলতা থানার পুলিশ। অন্যদিকে মৃত নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহ ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। নাবালিকা মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা পরিবারে।
আনিশ উদ্দিন মোল্লা






