দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির কাশীনগর দাসপাড়াতে ফিরতে শুরু করেছেন ঢাকিদের দল। এই গ্রামে প্রায় সত্তরটি ঢাকি পরিবারের বাস। মূলত আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই এই গ্রামে দুর্গাপুজোর আমেজ শুরু হবে।চতুর্থীর দিন দল বেঁধে শিয়ালদা স্টেশনে জড়ো হয়েছিলেন ঢাকিরা। সেখান থেকে বায়না পান। কলকাতার কাছেপিঠেই সকলেই পুজোয় ঢাক বাজিয়েছেন। এ বছর পুজোয় তাঁরা ভাল উপার্জন করেছেন।
advertisement
মধ্য চল্লিশের ঢাকি নিমাই রুইদাস জানালেন, ‘‘এ বার ভাল টাকা উপার্জন করেছি। আমাদের পুজো কাটে মণ্ডপে। পরিবারের লোকেদের পুজোর আনন্দ শুরু হবে আজ থেকে। নতুন পোশাক নিয়ে এসেছি। ভাল খাওয়া-দাওয়াও হবে। আবার লক্ষ্মীপুজোয় বায়না পেলে চলে যাব।’’
অপর এক ঢাকি বিশ্বনাথ রুইদাস জানান পুজোর সময়ে পরিবার ছেড়ে বাইরে থাকতে হয়। পরিবারের জন্য তখন একটু মন খারাপ হয়। তবে এ বছর ভালই লাভ হয়েছে। এখন বাড়িতে কিছুদিন সময় কাটাতে চান। আবার লক্ষ্মীপুজো, কালীপুজো রয়েছে। তখন আবার বায়না এলে আবার ঢাক বাজাতে যাবেন।