তিনি জানিয়েছেন কৃষি দফতরের পরামর্শ মেনে গাছ লাগিয়েছিলেন। এখন দেখছেন গাছে ফুল এসেছে। ফলে বাজারে আগেভাগেই বিক্রি করা যাবে টমেটো। এই গাছ লাগানোর এখনও সময় আছে। টমেটো গাছগুলির জন্য পর্যাপ্ত সূর্যালোক লাগে। ফলে এই গাছগুলি খোলা যায়গায় করলে ভাল হয়। সেই সঙ্গে সময়মত জল ও সার দিতে হবে। তবে হাইব্রিড গাছ লাগালে খুব ভাল ফলন হবে।
advertisement
আরও পড়ুন: মোটর ভ্যান চাপতেই দুম করে ভেঙে পড়ল কালভার্ট! বন্ধ সুন্দরবনের অন্যতম যোগাযোগের রাস্তা
আরও পড়ুন: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়
সবেমাত্র শীত পড়তে শুরু করেছে। কৃষি দফতরের পরামর্শ মত এখনই এই টমেটো চারা লাগাতে পারেন। ফলন খুব ভাল হবে। এখন থেকে লাগালে বাজারে আগেভাগেই বিক্রি করতে পারবেন টমেটো। তাহলে আর অপেক্ষা কিসের বাগানে লাগান হাইব্রিড টমেটো চারা।
advertisement
নবাব মল্লিক
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Nov 20, 2024 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Tomato Cultivation: কেন অল্প লাভে মন খারাপ করবেন? বাগানে লাগান এই জাতের টম্যাটো! ফলন আসবে ঝুড়ি ঝুড়ি





