South 24 Parganas News: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
বর্জ্য পদার্থ হিসাবে আর বিবেচনা করা হবেনা স্টুলকে (মানব বর্জ্য)। এই স্টুল কাজে লাগবে অনেক।
দক্ষিণ ২৪ পরগনা: বর্জ্য পদার্থ হিসাবে আর বিবেচনা করা হবে না স্টুলকে (মানব বর্জ্য)। এই স্টুল কাজে লাগবে অনেক। দিগম্বরপুরে সেজন্য পরীক্ষামূলকভাবে একটি মনুষ্য মল পঙ্ক নিরাপদ নিষ্পত্তি ব্যবস্থাপনা প্রকল্প খোলা হয়েছে। এই ধরণের প্রকল্প আগে এলাকায় দেখা যায়নি। দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওয়াটার ফর পিউপিলের সহযোগিতায় আনন্দধারা নির্মল উদ্যানে এই প্রকল্পের সূচনা হয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ খতিয়ে দেখেছেন পাথরপ্রতিমার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সমীর কুমার জানা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার।
এই প্রকল্পের অধীনে গ্রাম পঞ্চায়েত এলাকায় ভর্তি হয়ে যাওয়া টয়লেটের ট্যাঙ্ক চিহ্নিত করা হবে। এরপর পিএলই নামে একটি যন্ত্রের সাহায্যে টয়লেটের মধ্যে থাকা তরলে কতটা জীবাণু আছে ও কি ধরনের জীবাণু আছে তা পরীক্ষা করা হবে। যদি ক্ষতিকারক জীবাণু থাকে তাকে পরিশোধন করার জন্য একটি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিকারক জীবাণু না থাকলে সেটা উত্তোলনের জন্য গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পারিশ্রমিক হিসেবে একটা চুক্তি হবে।
advertisement
advertisement
পরে স্যাকার মেশিন দিয়ে নিচে থেকে সেটি তোলা হবে। তারপর এই কাজের সঙ্গে যুক্ত অভিজ্ঞ কর্মীরা সেটি তুলে গাড়িতে করে এনে বিশেষ পদ্ধতির মাধ্যমে কয়েকটা ছাকনির সাহায্যে ছেঁকে জলীয় অংশ জীবাণুমুক্ত করে একাধিক পদ্ধতির মাধ্যমে শুকনো অথবা তরল অংশ প্রসেস করে জৈব সার হিসেবে ব্যবহার করা হবে। এই ধরণের উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 20, 2024 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মানুষের মল আর ফেলে দেওয়া যাবে না! এবার নতুন প্রকল্পে হবে রোজগার, চালু হল বাংলায়