South 24 Parganas News: কবে চালু হবে সূর্যপুর সেতু! অবশেষে জানা গেল সেই শুভ সময়, এখন শুধু দিন কয়েকের অপেক্ষা

Last Updated:

পুজোর আগেই সেতুটি চালু হওয়ার কথা থাকলেও এখনও হয়নি।

সূর্যপুর সেতু
সূর্যপুর সেতু
দক্ষিণ ২৪ পরগনা: দু’বছর হয়ে গেল। তারপরেও বারুইপুরের কুলপি শেষ হল না গুরুত্বপূর্ণ সূর্যপুর সেতুর নির্মাণ। অভিযোগ, প্রশাসনিক বৈঠকে বলা হয়েছিল, পুজোর আগেই সেতুটি চালু হয়ে যাবে। কিন্তু কাজের গতি অত্যন্ত শ্লো থাকায় তা হল না। এতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাঁদের অভিযোগ, কাজ ঠিক সময়ে শেষ করার ব্যাপারে কোনও নজরদারি করছে না প্রশাসন।
তবে পূর্তদফতরের এক অতিরিক্ত বাস্তুকার বলেন, আগামি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সেতুটি চালু হয়ে যাবে। খালে হিউম পাইপ ফেলার কাজে একটু সমস্যা হচ্ছে। তাই দেরি হয়েছে। হাল খারাপ হয়ে যাওয়ায় ২০২২ সালের জুলাই মাসের দিকে এখানে থাকা কংক্রিটের সেতু ভেঙে ফেলা হয় পূর্তদফতর নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে।
advertisement
advertisement
এই সেতুর উপর দিয়েই জয়নগর থেকে শুরু করে মন্দিরবাজার, মথুরাপুর, কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। বারুইপুরে আসতে গেলে এর উপর দিয়েই আসতে হয়। এলাকার বাসিন্দারা দাবি, সূর্যপুরে সব্জির বড় হাট বসে। ব্যবসায়ীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। দুই বছর হয়ে গেলেও একটা সেতু নির্মাণ শেষ হল না। আর কত বছর সময় লাগবে, তা প্রশাসনের লোকজনই বলতে পারবে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কবে চালু হবে সূর্যপুর সেতু! অবশেষে জানা গেল সেই শুভ সময়, এখন শুধু দিন কয়েকের অপেক্ষা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement