স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার কামদেবপুর এলাকার ষষ্ঠ শ্রেণীর ৫ বন্ধু গ্রামের মাঠে চড়ুইভাতি করছিল। সেই সময় অনুপম বেরা নামের এক নাবালক তার নিজের বাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে এসে পান করে। পরে তারা বুঝতে পারে মদের বোতলে বিষ রাখা ছিল। ভুল করে মদের পরিবর্তে বিষ পান করায় অসুস্থ হয়ে পড়ে ৫ নাবালক। পরে পরিবারের লোকজন জানতে পারলে তাদেরকে উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এরপর ঐ ৫ জনের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।
advertisement
অন্যদিকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সুমন গায়েন নামের এক নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৪ জন নাবালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাথরপ্রতিমা থানার পুলিশ পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন - Shani Dev Sanket: আপনি কি শনিদেবের আশীর্বাদ ধন্য, ইঙ্গিত দেন তিনিই, মিলিয়ে নিন
কোন দিকে মৃত নাবালক সুমন গায়েনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায় পুলিশ।অসুস্থ নাবালকদের পরিবারের দাবি, বাড়িতে মদের বোতলে বিষ রাখা ছিলো চড়ুইভাতি করার সময় বাড়ি থেকে সেই বিষ ভর্তি মদের বোতল চুরি করে নিয়ে যায় অনুপম বেরা। এমনকি মদ ভেবে বিষ খেয়ে নেয় তারা যার জেরে অসুস্থ হয়ে পড়ে ৫ জন।ঘটনায় ইতিমধ্যেই ১ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।
Anisuddin Molla