TRENDING:

South 24 Parganas News: মদ খেতে গিয়েছিল ক্লাস ৬-র ছাত্রও! বোতলে বিষ, মারা গেল সে, আশঙ্কাজনক আরও ৩

Last Updated:

মদ ভেবে বিষ পানের ঘটনায় মৃত্যু হল এক পড়ুয়ার, আশঙ্কাজনক বাকি ৪ , পাথরপ্রতিমা থানার পুলিশ পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার:  রবিবারের ছুটিতে চড়ুইভাতি করতে গিয়ে মদ ভেবে বিষ পান করায় মৃত্যু হল এক নাবালকের আশঙ্কাজনক ৪। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভার অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের কামদেবপুর এলাকায়। মৃত নাবালক সুমন গায়েন ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
মদ ভেবে বিষ খেল
মদ ভেবে বিষ খেল
advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার কামদেবপুর এলাকার ষষ্ঠ শ্রেণীর ৫ বন্ধু গ্রামের মাঠে চড়ুইভাতি করছিল। সেই সময় অনুপম বেরা নামের এক নাবালক তার নিজের বাড়ি থেকে একটি মদের বোতল নিয়ে এসে পান করে। পরে তারা বুঝতে পারে মদের বোতলে বিষ রাখা ছিল। ভুল করে মদের পরিবর্তে বিষ পান করায় অসুস্থ হয়ে পড়ে ৫ নাবালক। পরে পরিবারের লোকজন জানতে পারলে তাদেরকে উদ্ধার করে প্রথমে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। এরপর ঐ ৫ জনের অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন।

advertisement

আরও পড়ুন -  2023 Women's World Boxing Championship: দুই সুন্দরী ললনার বক্সিং রিংয়ে দামাল পারফরম্যান্স, জিতলেন বড় টাকা, চেনেন কি, রইল ফটো

অন্যদিকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সুমন গায়েন নামের এক নাবালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৪ জন নাবালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে।অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাথরপ্রতিমা থানার পুলিশ পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

View More

আরও পড়ুন -  Shani Dev Sanket: আপনি কি শনিদেবের আশীর্বাদ ধন্য, ইঙ্গিত দেন তিনিই, মিলিয়ে নিন

কোন দিকে মৃত নাবালক সুমন গায়েনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠায় পুলিশ।অসুস্থ নাবালকদের পরিবারের দাবি, বাড়িতে মদের বোতলে বিষ রাখা ছিলো চড়ুইভাতি করার সময় বাড়ি থেকে সেই বিষ ভর্তি মদের বোতল চুরি করে নিয়ে যায় অনুপম বেরা। এমনকি মদ ভেবে বিষ খেয়ে নেয় তারা যার জেরে অসুস্থ হয়ে পড়ে ৫ জন।ঘটনায় ইতিমধ্যেই ১ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Anisuddin Molla

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মদ খেতে গিয়েছিল ক্লাস ৬-র ছাত্রও! বোতলে বিষ, মারা গেল সে, আশঙ্কাজনক আরও ৩
Open in App
হোম
খবর
ফটো
লোকাল