নয়াদিল্লি: ২০২৩ সালের মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ( 2023 Women's World Boxing Championship) স্বপ্নের দৌড় উপভোগ করছেন ভারতীয় কুস্তিগীররা৷ আয়োজক ভারত দুটি স্বর্ণপদক জিতেছে, ভারতের হয়ে দুই সোনা জয়ী কুস্তিগীর হলেন সুইটি বোরা এবং নিতু ঘাংহাসকে, যাঁরা ইতিমধ্যেই ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন৷