এলাকাবাসীরাই জানাচ্ছেন, কালেভদ্রে একটি অথবা দুটি ডলফিন ভেসে ওঠে নদীতে। তবে এদিন মৃত ডলফিন ভেসে ওঠায় যথেষ্ট শঙ্কিত পরিবেশকর্মীরা। ডলফিনের গায়ে ক্ষতচিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডলফিনের গায়ে কোনও কিছুর আঘাত লাগার ফলে ডলফিনটি মারা যায়। এরপর জোয়ারের জলে ভাসতে ভাসতে সেটি চলে আসে স্থলভাগের দিকে।
advertisement
বর্তমানে মৃত ডলফিনটিকে তুলে জেটিতে রাখা হয়েছে। খবর দেওয়া হয়েছে বনদফতরকে। ডলফিনটি লম্বায় প্রায় ৫ ফুট। শরীরে পচন ধরেছে বলে জানা যাচ্ছে। ডলফিনটির কীভাবে মৃত্যু হল তা খতিয়ে দেখা হচ্ছে।প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কোন জাহাজ বা জলযানের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ডলফিনটির।
আরও পড়ুন, আর মাত্র কয়েক ঘণ্টা! চলবে প্রবল ঝড়-বৃষ্টির দাপট, সতর্ক করছে হাওয়া অফিস
আরও পড়ুন, দেশজুড়ে বাড়ছে করোনা, পর্যালোচনা বৈঠকে বড় সিদ্ধান্ত উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর!
স্থানীয়রা আগে এই এলাকায় ডলফিনের মৃত্যু দেখেননি বলে জানিয়েছেন। তাঁরা এই ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
নবাব মল্লিক