জানা গিয়েছে মাস ছয়েক আগে তার বিয়ে দেওয়া হয় গোপালগঞ্জের বাসিন্দা মামুদুল মোল্লার সঙ্গে ৷ মামুদুল পেশায় পরিয়ায়ী শ্রমিক ৷ কর্মসূত্রে কেরলে থাকেন ৷ বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকত সাবিরা ৷ পরীক্ষার কারণে সানকি জাহান বাপের বাড়িতে আসে ৷ পরীক্ষাও দিচ্ছিল ৷
আরও পড়ুন - Crime Against Women: দিনে-রাতে বাজছে ফোন, তুললেই সরাসরি ‘রেট কত’ স্বামী-স্ত্রী নাকাল
advertisement
আরও পড়ুন - WPL 2023 Final: একদিকে রোহিত-সূর্য, অপরদিকে সৌরভ-পন্টিং, মেয়েদের ফাইনাল নিয়ে লেগে গেল ছেলেদের
শনিবার পরীক্ষাও দিয়েছিল, কিন্তু সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তাকে ৷ প্রতিবেশী মহম্মদ রফিকুল হাসান মন্ডল বলেন রোজা রাখছিল সাবিরা ৷ রোজা ভাঙার পর পরিবারের সবাই মিলে রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যায় ৷ প্রতিদিনের মত নিজের ঘরে একাই ঘুমাতে যায় সাবিরাও ৷ সকালবেলা ঘুম থে্কে না ওঠায়, বাড়ির লোক ডাকাডাকি শুরু করে ৷ কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৷
পরিবারের লোক কুলতুলি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৄত বলে ঘোষনা করে ৷
Arpan Mandal






