কলকাতা: এক গৃহবধুর ছবি ব্যবহার করে সোশাল মিডিয়ায় ভু্য়ো অ্যাকাউন্ট খুলে কুপ্রস্তাব ও অশ্লীল মেসেজ ছাড়ার অভিযোগ ৷ ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের৷ ঘটনার তদন্তে পুলিশ৷
গৃহবধুর অভিযোগ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কেউ তার ছবি নিয়ে সেই ছবি ব্যবহার করে কেউ ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে ৷ সেই অ্যাকাউন্টে তাঁর ছবি ব্যবহার করে বিভিন্ন জনের সাথে আপত্তিজনক চ্যাট করা হয়েছে ৷ তাঁর ছবি ব্যবহার করে কলগার্ল হিসেবে বিভিন্ন জায়গায় তাঁর ছবি পাঠিয়ে তারই স্বামীর ফোন নাম্বার দেওয়া হচ্ছিল বিভিন্ন জায়গায় ৷
আরও পড়ুন - Shani Dev Sanket: আপনি কি শনিদেবের আশীর্বাদ ধন্য, ইঙ্গিত দেন তিনিই, মিলিয়ে নিন
তারপর থেকেই তাঁদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে ৷ দিন নেই, রাত নেই যখন তখন ফোন করা হচ্ছে ৷ ফোনে অশ্লীল মেসেজ পাঠানো হচ্ছে ৷ কুপ্রস্তাবও দেওয়া হচ্ছে বলে তার অভিযোগ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
আরও পড়ুন - IMD Kalbaisakhi Alert|| হঠাৎ করেই ধাঁইধাঁই করে গরম, বিকেল থেকে ঘনাবে আকাশ, হু হু করে কালবৈশাখীর দাপট
ওই গৃহবধূর আরও অভিযোগ, ‘‘সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এখন সবাই। আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকে এই ঘটনা কথা জানিয়েছি। দিনের অধিকাংশ সময় আমি ও আমার স্বামী ফোন এলেই আতঙ্কে থাকি আবার কেউ ফোন করবে নাকি?’’
তিনি আরও বলেন, ‘‘অনেকেই সরাসরি হোটেল রুমের নম্বর পর্যন্ত দিয়ে দিচ্ছেন, রং ফোন নম্বর বললে, হ্যাঁ জানি বলে বিশ্বাস করতে চাইছে না। যেমন করে হোক এই সমস্যার সমাধান চাইছি।’’
Arpan Mandal
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crime Against Women, Narendrapur