বারুইপুরে ২৩৯টি দুর্গাপুজো হয়। প্রতি পুজা কমিটির সঙ্গেই খুব তাড়াতাড়ি বৈঠকে বসতে চলেছে পুলিশ। তাঁদেরকে ওই বৈঠকেই জানিয়ে দেওয়া হবে এই হোয়াটস অ্যাপ গ্রুপের কথা, এমনই বললেন আই সি সৌম্যজিৎ রায়। তিনি বলেন, গ্রুপে পুজো কমিটির সভাপতি, সম্পাদক, সহ সম্পাদককে রাখা হবে। গ্রুপে নজর দেওয়া হবে মণ্ডপে ভিড় কেমন আছে, ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে কী না। ভিড়ের ছবিও পাঠাতে হবে। মণ্ডপে কোনও সমস্যা দেখা দিলে, ভি আই পিদের আনাগোনাআছে কিনা? কোনও দুর্ঘটনা ঘটে গেলে তাও জানাতে হবে।
advertisement
আরও পড়ুন: বাগুইআটির দুই যুবক খুনের অভিযুক্ত সত্যেন্দ্র, পাড়ায় জামাই নামে পরিচিত! কেন খুন? জানুন
বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা তাও দেখা হবে। মণ্ডপে ভিড় সামলাতে কোনও অ্যাসিস্ট্যান্ট পুলিস বুথের দরকার কী না তাও জানা হবে। মণ্ডপে পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা তাও জানাতে হবে কমিটিকে। তিনি আরও বলেন, মণ্ডপে পিক পকেটের জন্য কোনও সন্দেহজনক লোকের গতিবিধি দেখলে,কোনও শিশু হারিয়ে গেলে জানাতে হবে সঙ্গে সঙ্গেই। কোনও মণ্ডপে মাইকের মাধ্যমে কোনও গুজব ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ব্যবস্থাপনায় খুশি পুজো কর্তারা। বারুইপুর প্রগতি সংঘের সভাপতি তাপস ভদ্র বলেন, পুলিশ সব সময় আমাদের সঙ্গে মনিটরিং রাখলে খুবই ভাল হবে। একই কথা বললেন ভাই ভাই সংঘের পুজোকর্তা অলখ নস্কর বলেন, পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়।
সুমন সাহা