TRENDING:

South 24 Parganas News: পুজোয় সঙ্গী পুলিশ! হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকবে কড়া নজর! জানুন

Last Updated:

South 24 Parganas News: দুর্গা পুজোয় সমস্যায় পড়লেই খবর পৌঁছে যাবে পুলিশের কাছে! হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকছে পাখির চোখ! জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বারুইপুর: দুর্গা পুজোর মণ্ডপে কোনও সমস্যা দেখা দিলেই পুলিশ ছুটবে মণ্ডপে, হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে পুজা কমিটির সঙ্গে মনিটরিং করবে বারুইপুর থানার পুলিশ। এবারের শারদোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে চায় পুলিশ। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে বারুইপুরের দুর্গা পুজোর মণ্ডপ হয় নজরকাড়া। চলে একে অপরের সঙ্গে টেক্কা দেওয়ার লড়াই। মণ্ডপে মণ্ডপে ভিড়ও উপচে পড়ে মানুষের। পুজা মণ্ডপে থাকবে কড়া পুলিশ নিরাপত্তা। পাশাপাশি কোনও সমস্যা দেখা দিলেই সঙ্গে সঙ্গে সেই মণ্ডপে পৌঁছে যাবে আরও পুলিশ। এই সমন্বয় বজায় রাখার জন্যই পুজো কমিটি গুলিকে নিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ খুলতে চলেছে বারুইপুর থানার পুলিশ। প্রতি কমিটির সঙ্গে গ্রুপেই মনিটরিং করবেন থানার এস আই থেকে শুরু করে আই সি।
হোয়াটস অ্যাপ মাধ্যমে মনিটরিং করবে পুজো কমিটি দের পুলিস
হোয়াটস অ্যাপ মাধ্যমে মনিটরিং করবে পুজো কমিটি দের পুলিস
advertisement

বারুইপুরে ২৩৯টি দুর্গাপুজো হয়। প্রতি পুজা কমিটির সঙ্গেই খুব তাড়াতাড়ি বৈঠকে বসতে চলেছে পুলিশ। তাঁদেরকে ওই বৈঠকেই জানিয়ে দেওয়া হবে এই হোয়াটস অ্যাপ গ্রুপের কথা, এমনই বললেন আই সি সৌম্যজিৎ রায়। তিনি বলেন, গ্রুপে পুজো কমিটির সভাপতি, সম্পাদক, সহ সম্পাদককে রাখা হবে। গ্রুপে নজর দেওয়া হবে মণ্ডপে ভিড় কেমন আছে, ট্রাফিক ব্যবস্থা ঠিক আছে কী না। ভিড়ের ছবিও পাঠাতে হবে। মণ্ডপে কোনও সমস্যা দেখা দিলে, ভি আই পিদের আনাগোনাআছে কিনা? কোনও দুর্ঘটনা ঘটে গেলে তাও জানাতে হবে।

advertisement

আরও পড়ুন:  বাগুইআটির দুই যুবক খুনের অভিযুক্ত সত্যেন্দ্র, পাড়ায় জামাই নামে পরিচিত! কেন খুন? জানুন

বৈদ্যুতিক ব্যবস্থা ঠিক আছে কিনা তাও দেখা হবে। মণ্ডপে ভিড় সামলাতে কোনও অ্যাসিস্ট্যান্ট পুলিস বুথের দরকার কী না তাও জানা হবে। মণ্ডপে পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত আছে কিনা তাও জানাতে হবে কমিটিকে। তিনি আরও বলেন, মণ্ডপে পিক পকেটের জন্য কোনও সন্দেহজনক লোকের গতিবিধি দেখলে,কোনও শিশু হারিয়ে গেলে জানাতে হবে সঙ্গে সঙ্গেই। কোনও মণ্ডপে মাইকের মাধ্যমে কোনও গুজব ছড়ালেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের এই ব্যবস্থাপনায় খুশি পুজো কর্তারা। বারুইপুর প্রগতি সংঘের সভাপতি তাপস ভদ্র বলেন, পুলিশ সব সময় আমাদের সঙ্গে মনিটরিং রাখলে খুবই ভাল হবে। একই কথা বললেন ভাই ভাই সংঘের পুজোকর্তা অলখ নস্কর বলেন, পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পুজোয় সঙ্গী পুলিশ! হোয়াটসঅ্যাপে গ্রুপে থাকবে কড়া নজর! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল