Baguiati Twin Murder Case | North 24 Parganas News: বাগুইআটির দুই যুবক খুনের অভিযুক্ত সত্যেন্দ্র, পাড়ায় জামাই নামে পরিচিত! কেন খুন? জানুন

Last Updated:

Baguiati Twin Murder Case | North 24 Parganas News: নিজের পাড়ায় মিষ্টি কথার মানুষ হিসেবেই পরিচিত সত্যেন্দ্র! জামাই নামেই তাকে সকলে চেনে! খুনের ঘটনায় আতঙ্কে পাড়ার মানুষ!

বাগুইআটি ছাত্র খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র
বাগুইআটি ছাত্র খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র
#উত্তর ২৪ পরগনা: রাজ্যে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে বাগুইআটির দুই স্কুল পড়ুয়াকে অপহরণ করে নৃশংস খুনের ঘটনা। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে গোটা ঘটনায়। সাংবাদিক সম্মেলনে বিধাননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিক কেও রীতিমতো প্রশ্নবানে ন্যাকানি চুবানি খেতে হয়। তবুও এখনো গোটা ঘটনায় নানান প্রশ্ন উঠছে, যায় উত্তর পাওয়া যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে। নিহতদের পরিবারের দাবি সিআইডি বা সিবিআই তদন্তই একমাত্র উঠে আসবে আসল সত্য। প্রমাণ হবে পুলিশের গাফিলতির বিষয়টিও। ইতিমধ্যে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হলেও, মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এখনো অধরা।
কিন্তু কেমন ছিলেন এই সত্যেন্দ্র! এলাকাবাসীরা জানাচ্ছেন, কারও সঙ্গে গোলমাল করা দূরের কথা, এলাকার লোকজন তাকে কোনও দিন উঁচু গলায় কথাই বলতে শোনেননি। অত্যন্ত ভদ্র এবং বিনয়ী ছিল সে। মিষ্টি স্বভাব, সবার সঙ্গে ভাল ব্যবহার করত। এলাকায় জামাই বলেই পরিচিত সত্যেন্দ্র। রাস্তাঘাটে কারও সঙ্গে দেখা হলে 'স্যার' বলে সম্বোধন করত সে। ছোটদেরও সব সময়ে 'বাবু' বলে ডাকত। আর সেই সত্যেন্দ্র চৌধুরীই যে দুই স্কুলপড়ুয়াকে অপহরণ করে খুনের প্রধান অভিযুক্ত তা ভাবতেই পারছেন না এলাকায় সত্যেন্দ্রর পরিচিতরা।
advertisement
প্রতিবেশী এক মহিলা জানান, লোকটার মধ্যে একটা মুখমিষ্টি ভাব ছিল। সবার সঙ্গে ভদ্র ভাবে কথা বলত। এই রকম একটা লোক এত ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে, সেটা ভেবেই অবাক লাগছে। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, সত্যেন্দ্র চৌধুরী আদতে বিহারের লোক। পরবর্তীতে সে বাগুইআটির জগৎপুরে আসে। এই এলাকারই মেয়ের সাথেই ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে বিয়ে করে তাকে। তবে বিয়ের আগে তার হবু স্ত্রী বাড়ি থেকে আচমকা উধাও হয়ে গিয়েছিলেন বলেও জানান প্রতিবেশীরা। ওই দম্পতির দু'বছরের একটি মেয়েও রয়েছে। নিহত অতনু দে-র বাড়ি সত্যেন্দ্রর শ্বশুরবাড়ির পাশেই। সত্যেন্দ্র অন্য পাড়ার বাসিন্দা হলেও শ্বশুরবাড়ির সূত্রে অতনুর সঙ্গে তার পরিচিতি গড়ে ওঠে।
advertisement
advertisement
নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে দেখা যেত সত্যেন্দ্রকে। গাড়ির যন্ত্রাংশের শোরুম ছাড়াও, সত্যেন্দ্র পুরোনো গাড়ি বিক্রি করত। অতনুর বন্ধুর দাবি, ওই দুই কিশোর নিখোঁজ হওয়ার চার দিন আগে, অর্থাৎ গত ১৮ অগাস্ট অতনুকে নিজের গাড়িতে চাপিয়ে রাজারহাটের লাউহাটির খেজুরবাগানে মোটর বাইকের একটি শোরুমে নিয়ে যায় সত্যেন্দ্র। সে দিন সেই বন্ধুও অতনুর সঙ্গে এক গাড়িতে ছিল। তবে তার বক্তব্য অনুযায়ী, শোরুমের কাছে নিয়ে গিয়েও শেষ পর্যন্ত তাদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি। তাদের বলা হয়, 'তোমাদের মুখে মাস্ক নেই। তাই তোমরা শোরুমে ঢুকতে পারবে না।' তখন সত্যেন্দ্র তার দুই সঙ্গীকে নিয়ে শোরুমে ঢোকে। কিন্তু কিছুক্ষণ পর সত্যেন্দ্র শোরুম থেকে বেরিয়ে এসে বলে, 'বাইক এখনও রেডি হয়নি।' সে দিন বাড়ি ফেরার পথে অতনু এবং তাকে গাড়িতে বেশ কিছুক্ষণ ঘোরানো হয়। কেন এরকম করা হল, তা নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। লাউহাটি থেকে জগৎপুরে ফিরে আসতে বড়জোর এক ঘণ্টা লাগে। কিন্তু সে দিন প্রায় চার ঘণ্টা ধরে তাদের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বাড়িতে ফেরানো হয়।
advertisement
সে দিন অতনু এবং সেই বন্ধুকে গাড়িতে রেখে সত্যেন্দ্রকে তার দুই সঙ্গীর সঙ্গে গোপনে শলাপরামর্শ করতেও দেখেছে এই যুবক। তার ধারণা, হয়তো সে দিনই অতনুকে খুনের ছক কষা হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, অতনু দে পছন্দের প্রায় আড়াই লক্ষ টাকার একটি বাইক, সেকেন্ড হ্যান্ড কেনার জন্য সত্যেন্দ্র চৌধুরীকে পঞ্চাশ হাজার টাকা দেয়। এরপর ২২ অগাস্ট বাইক কেনার জন্য অতনু দে ও অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে যায় সত্যেন্দ্র চৌধুরী। তারপর থেকে আর অতনু দে ও অভিষেক নস্করের খোঁজ মেলেনি। এরা সম্পর্কে মামাতো পিসতুতো ভাই। সত্যেন্দ্র চৌধুরীর জগৎপুরে বাড়িতে ভাঙচুর চালায় অতনুর পরিবার ও প্রতিবেশিরা। তবে ঠিক কি কারণে এই খুন? তা জানা যাবে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ধরা পড়ার পরই। দোষীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছে গোটা এলাকা। গ্রেফতার হওয়া বাকি অভিযুক্তদের এদিন বারাসত আদালতে তোলা হয়।
advertisement
রুদ্র নারায়ণ রায়
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Baguiati Twin Murder Case | North 24 Parganas News: বাগুইআটির দুই যুবক খুনের অভিযুক্ত সত্যেন্দ্র, পাড়ায় জামাই নামে পরিচিত! কেন খুন? জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement