নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জোড়া ফালায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূল তীরবর্তী এলাকা। নিম্নচাপ ও কোটালের জেরে। আতঙ্কিত এলাকাবাসী। এলাকাবাসীদের অভিযোগ কয়েক বছর আগে হুগলি নদীর এই জায়গাতে নদী বাঁধের ভাঙন দেখা দিয়েছিল যদিও প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে সেই ভাঙ্গন রোধ করা গিয়েছিল।
আরও পড়ুন: কেন শ্রাবণ মাসে চাহিদা বাড়ছে মাটির ঘটের? জানলে অবাক হবেন
advertisement
কিন্তু গত দুদিনের টানা বৃষ্টি ও কোটালের জোড়া ফলায় নতুন করে আবার নদী বাঁধে ভাঙন দেখা দিয়েছে। গ্রামবাসীদের আশঙ্কা এদিন রাতের মধ্যেই এই নদী বাঁধ যদি ভেঙে যায় তাহলে নদীর জলে গোটা এলাকা ভাসিয়ে নিয়ে যাবে। নদী বাঁধ ভেঙে নদীর নোনা জলে চাষের জমি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: সুন্দরবনের নতুন আলো! অভিনব এই উদ্যোগের কথা জানলে আপনারও মন ভরে যাবে
গ্রামবাসীদের দাবি যে স্থানীয় প্রশাসন যত দ্রুত সম্ভব এই নদীবাঁধ গুলির মেরামতির কাজ শুরু করুক। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই এলাকায় ওই নদী বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হবে।
এক গ্রামবাসী রাজু বর বলেন, বছর খানেক আগে এই নদীবাঁধ ভেঙে গিয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ীভাবে এই নদীবাঁধ মেরামতি করা হয়েছিল। সকাল থেকেই যেভাবে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে ইতিমধ্যেই হুগলি নদীর প্রবল জলোচ্ছ্বাসের কারণে সেই নদীবাদের মাটি ইতিমধ্যেই ধুতে শুরু করেছে। যেকোনও মুহূর্তে নদীবাঁধ ভেঙে যাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।
সুমন সাহা





