২০২২-এর ১৫ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু'সপ্তাহের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে টেট উত্তীর্ণদের সফল তালিকা প্রকাশ করে নিয়োগের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ মত নিয়োগ প্রক্রিয়ার শুরু না হওয়ায় হবু শিক্ষকরা বালিগঞ্জে জেলা শিক্ষা সংসদের অফিসের বাইরে ধর্নাতেও বসেন। তখন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দ্রুত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়ায় চাকরিপ্রার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন।
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় অধীর চৌধুরীকে তোপ তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপার
চাকরিপ্রার্থীদের অভিযোগ, হাইকোর্টের রায়ের পর একশো দিন কেটে গিয়েছে কিন্তু কোনও হেলদোল নেই জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। এক প্রকার বাধ্য হয়েই তাঁরা ডায়মন্ডহারবারে সংসদের অফিসে গিয়ে চেয়ারম্যান অজিত নায়েকের সঙ্গে দেখা করে দ্রুত নিয়োগের দাবি জানান।
২০০৯ টেট উত্তীর্ণদের দাবি, ৬ মার্চের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। না হলে সংসদ অফিসের বাইরে অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আন্দোলনকারীরা জানান, হাইকোর্টের নির্দেশও অমান্য করছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তাদের এই গড়িমসির কারণে তালিকাভুক্ত দু’জনের বয়স ৬০ বছর অতিক্রম করেছে। চাকরিপ্রার্থীদের এই দাবি প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক জানান, আমাদের হাতে তালিকাভুক্ত সফল চাকরিপ্রার্থীদের নিয়োগের মত পদ নেই। অতিরিক্ত পদ তৈরি করে নিয়োগ করতে হবে। ইতিমধ্যে সরকারকে আমরা তা জানিয়েছি। শিক্ষামন্ত্রীও বিষয়টি জানেন। তবে কবে সমস্যার সমাধান হবে তা তারিখ ধরে বলা সম্ভব নয়।
নবাব মল্লিক