যুব তৃণমূল কর্মীর রফিকুল ও সাদেক মোল্লার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটেছে বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের সচিয়াখালি গ্রামে। রফিকুল মোল্লার দাবি, পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার আগেই বাড়ি ছাড়া হতে হয়েছিল তাঁকে।
আরও পড়ুন: মা আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি! প্রতিমা শিল্পীদের চিন্তা বাড়াচ্ছে বর্ষা
advertisement
রফিকুলের পরিবারের দাবি, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েও দলের নির্দেশে প্রার্থীর নাম প্রত্যাহার করেছিল যুব তৃণমূল। টিকিট পেয়েছিলেন অপর তৃণমূলের কর্মী। আর প্রার্থীপদ প্রত্যাহার করার পর থেকেই এলাকার যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ওপর বারবার আক্রমণ হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।
বর্তমানে রফিকুল বাড়িতে নেই। পরিবারের দাবি, সন্ত্রাসের জেরেই তাঁকে ঘরছাড়া হতে হয়েছে। বাড়িতে রয়েছেন তাঁর পরিজনেরা। মঙ্গলবার চুনাখালি বাজার এলাকায় তৃণমূলের কর্মীরা বিজয় উৎসবের আয়োজন করেছিলেন। তারপর রাত ১টা নাগাদ আচমকাই রফিকুল ও তাঁর ভাই সাদেকের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সকালে দেখা যায়, তাজা বোমা পড়ে রয়েছে বাড়ির সামনে। আতঙ্কে রয়েছে গোটা পরিবার।এদিকে, তৃণমূল নেতা রাজা গাজী বলেন, “যাঁরা হামলা চালিয়েছেন, তাঁরা কেউ তৃণমূলের কর্মী নন। ঘটনা সাজিয়ে তৃণমূলের বদনাম করার চেষ্টা হচ্ছে । পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে ওরা। বাসন্তীতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল বলতে কিছু নেই।”
সুমন সাহা