South 24 Parganas News: মা আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি! প্রতিমা শিল্পীদের চিন্তা বাড়াচ্ছে বর্ষা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUMAN SAHA
Last Updated:
পুজো আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি৷ কিন্তু বিভিন্ন পোটো পাড়াতে প্রতিমা শিল্পীরা প্রতিমা বানাতে ব্যস্ত হয়ে পড়েছেন৷
দক্ষিণ ২৪ পরগনা: বাঙালি সর্বকালের সেরা উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপুজোতে আপামর বাঙালি সব কাজকর্ম শিকেয় তুলে পুজোর কটা দিন আনন্দে মেতে ওঠে। পুজো আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি৷ কিন্তু বিভিন্ন পোটো পাড়াতে প্রতিমা শিল্পীরা প্রতিমা বানাতে ব্যস্ত হয়ে পড়েছে৷ মৃৎপ্রতিমা শিল্পীরা প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ করে ফেলেছেন। শুধুমাত্র রং করলেই এবার প্রতিমা মণ্ডপে পাঠানো যাবে।
কিন্তু এই তাড়াহুড়োর কারণটা কী? এ প্রসঙ্গে এক প্রতিমা শিল্পীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘গত বছর বর্ষার কারণে বেশ কিছু প্রতিমার অর্ডার নিতে পারিনি৷ যেহেতু হাতের সময় কম নিয়ে প্রতিমা গড়ার কাজে লেগে পড়েছিলাম। অন্যদিকে বর্ষা দেরি করে আসায় পুজোর আগে পর্যন্ত চলবে বৃষ্টি৷ সেই কারণে আগেভাগেই কাজ সেরে রেখেছি।’’
advertisement
advertisement
বেশি ভাগ প্রতিমা প্রায় ৯০% এরও বেশি কাজ হয়ে গিয়েছে। এছাড়াও এখন নতুন করে যদি কোনও অর্ডার আসে সেটাও তৈরি করে দিতে পারব৷ তাই আগে থেকে যে প্রতিমার অর্ডার গুলি আছে সেগুলির কাজ করেই ফেলেছি।
advertisement
তিনি আরও বলেন,‘‘গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিমার দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে, যার কারণ গত কয়েক বছরের তুলনায় এ বছর মাটি থেকে শুরু করে বাঁশ খড় দড়ির পাশাপাশি রং ও এবং প্রতিমার সাজ পোশাক দাম দ্বিগুণ হয়েছে৷ আর যার কারণে প্রতিমার দাম অনেকটাই বেড়েছে এবছর। আর যার জন্য পূজা উদ্যোক্তারা একটু হলেও চিন্তিত হয়ে পড়ছে।’’
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 26, 2023 12:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: মা আসতে হাতে গোনা কয়েকটা দিন বাকি! প্রতিমা শিল্পীদের চিন্তা বাড়াচ্ছে বর্ষা