Jalpaiguri News: আর মাত্র কত দিনের অপেক্ষা? উমা আসছে, চরম ব্যস্ততা পটুয়াপাড়ায়
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
ধীরে ধীরে গড়ে উঠছে বিভিন্ন পুজো কমিটি-সহ বাড়ীর পুজোর জন্য উমার পরিবার।
জলপাইগুড়ি: হাতে গোনা মাত্র ৮৭ দিন, কুমোরটুলিতে ব্যস্ততা চরমে। আর মাত্র ৮৭ দিন উমা পৌঁছবে মণ্ডপে, জলপাইগুড়ির মৃৎ শিল্পী অনিল পালের এখন নাওয়া খাওয়া প্রায় বন্ধ। ধীরে ধীরে গড়ে উঠছে বিভিন্ন পুজো কমিটি-সহ বাড়ীর পুজোর জন্য উমার পরিবার।
এবারেও সেই একই অভাবের অভিযোগ মৃৎ শিল্পী অনিল পালের গলায়, প্রতিমা তৈরির মাটির বড়ই আকাল। এর সঙ্গে রয়েছে প্রকৃতির নানা খেলা। বর্ষার পরেই দরজায় টোকা দেয় শারদীয়া। সেই সময়ের মধ্যেই খড়, মাটি, রঙ দিয়েই গড়ে তুলতেই হবে পরিবার-সহ উমা।
দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিমা তৈরি করে আসা অনিল পাল বলেন, জিনিস পত্রের দাম বৃদ্ধির সঙ্গে বেড়েছে প্রতিমা তৈরির খরচ, তবে চাহিদা বেড়েছে। রথ যাত্রার দিন থেকেই বিভিন্ন পুজো কমিটি প্রতিমা তৈরির বায়না করে যাচ্ছেন।এখন সঠিক সময়ে মণ্ডপে মণ্ডপে উমাকে পৌঁছে দিতে পারলেই শান্তি আর এই কারণেই বর্তমানে নাওয়া খাওয়ার সময়ও নেই অনিল পালের মতো কুমারটুলির অন্যান্য মৃৎ শিল্পীদের।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 6:33 PM IST