পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ৭টা নাগাদ বাড়ি থেকে বের হয় অরিজিৎ। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় তার খোঁজ শুরু হয়। বাড়ি থেকে মা ও স্ত্রী ফোন করলে বাড়ি আসছি বলে জানায়। যদিও রাতে বাড়ি ফেরেনি অরিজিৎ। বাড়ি থেকে নিজের বাইক নিয়ে বেরিয়েছিলেন তিনি। বন্ধুদের সূত্রে জানা গিয়েছে, তাঁদের সঙ্গে প্রায় মধ্যরাত পর্যন্ত আড্ডা মারেন অরিজিৎ।
advertisement
আরও পড়ুন: ভাইয়ের গাড়িতে নিকির মৃতদেহ পাশে বসিয়ে ৪০ কিমি চালায় সাহিল, জেরায় চাঞ্চল্যকর তথ্য
তবে অরিজিৎকে একটু হতাশ লাগছিল বলে জানান তাঁরা। দ্বিতীয় হুগলি সেতুর উপর বাইক রেখে গঙ্গায় ঝাপ দিয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, এ ব্যাপারে মৃতের বাবা তারক দাস জানিয়েছেন, 'গতকাল রাত সাড়ে সাতটা আটটার সময় বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। বাড়িতে কোনও কিছু না বলেই যায়। রাতে খোঁজ করেছিলাম এবং বারে বারে ফোন করলে ফোনটা ধরে কথাও বলছিল। বলছিল সাড়ে ৯টা-দশটার মধ্যে বাড়ি ফিরে আসব। কিন্তু সে আর বাড়ি ফেরেনি, সকালে ফোন করেছিলাম ফোনটা আর ধরেনি।'
সুমন সাহা