দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা৷ স্বামী ও সংসারের দুঃখকষ্টের কথা প্রায়ই প্রতিবেশী মহিলা মণি প্রামাণিকের কাছে বলতেন ওই মহিলা৷ একদিন মণিই তাঁকে সোনা হালদার নামের এক গুণীনের সন্ধান দেন৷ পরিচয়ও করিয়ে দেন সোনার সঙ্গে৷
advertisement
ওই গুণীন জানান, মহিলার কাজ করে দিতে ১৫ হাজার টাকা লাগবে৷ তারপরে অনেক দরদস্তুর করে সেই টাকার অঙ্ক নামে ৫ হাজারে৷ তারপরে একদিন ‘কাজ’ সারতে মহিলার বাড়িতে যান ওই প্রতারক৷ আগে থেকেই মহিলাকে জানিয়ে দিয়েছিলেন, যে সময় কাজ চলবে, তাঁর স্ত্রী সন্তানকে বাড়িতে রাখা চলবে না৷ সেই মতোই তাঁদের আলাদা রেখেছিলেন ওই মহিলা৷
আরও পড়ুন: মিড ডে মিলের চালে থিক থিক করছে পোকা! রান্নাঘরে তালা লাগিয়ে বিক্ষোভ, হূলস্থূল কাণ্ড
অভিযোগ, এরপরেই ওই গুণীন মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেন৷ মহিলা চিৎকার করে বেরিয়ে আসতেই প্রতিবেশীদের হাতে পাকড়াও হয়ে যায় সোনা৷ অভিযুক্ত গুণীনকে তুলে দেওয়া হয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে। গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোনা হালদার নামে ওই গুণীনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
সুমন সাহা