TRENDING:

South 24 Parganas News : গোটা একটা গ্রাম পুরোটাই লাইব্রেরি! অভিনব মুক্ত পাঠাগারের ভাবনায় মুগ্ধ সকলে

Last Updated:

শিক্ষার আলো ছড়িয়ে দিতে কুলপির দেরিয়া গ্রামে চলছে বিনামূল্যে মুক্ত পাঠাগার ও পাঠশালার কাজ। এই কর্মসূচির সূচনা করেছিলেন বিশ্বভারতীর প্রাক্তনী সৌম্যদীপ্ত বসু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুলপি: বছর দু'য়েক আগের কথা। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল, কলেজ। শহর ও শহরতলীতে কোনও রকমে অনলাইন ক্লাস হলেও, গ্রামের দিকে সে সুযোগ খুব একটা ছিল না। ফলে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছিল সাধারণ ছাত্রছাত্রীরা।
advertisement

সেসময় বিশ্বভারতীর প্রাক্তনী তরুণ সৌম্যদীপ্ত বসু তাঁর নিজের গ্রাম কুলপির দেরিয়াতে অবস্থান করছিলেন। গ্রামে থাকার সময় তিনি বুঝতে পারেন, গ্রামে এখনও পড়াশোনার পরিকাঠামোগত সমস্যা রয়েছে। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে তাঁর নিজের গ্রামেই খুলে ফেলেন 'বোধিপীঠ লাইব্রেরি'।

উদ্দেশ্য প্রত্যন্ত গ্রামের ছেলেরা এই লাইব্রেরি থেকে বিনামূল্যে বই সংগ্রহ করবে এবং পড়াশোনা করবে। এই কাজে এগিয়ে আসে অনেকেই। এরপর পরিকল্পনা নেওয়া হয় গোটা গ্রামকেই বানানো হবে লাইব্রেরি। প্রত্যেক বাড়িতে থাকবে আলমারি। সেখানে থাকবে একাধিক বই। নতুন পুরোনো সব মিলিয়ে গোটা গ্রাম হবে আস্ত পাঠাগার। তার এই পরিকল্পনা অনেকের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে‌।

advertisement

View More

বর্তমানে ওই তরুণ কর্মসূত্রে গ্রামের বাইরে থাকেন। তাঁর অনুপস্থিতিতে গ্রামবাসীরা নিজেরাই চালিয়ে যাচ্ছেন এই মহান যজ্ঞ। বর্তমানে একটি পাঠশালা ও খোলা হয়েছে সেখানে‌। সেই পাঠশায় বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়, সেই সঙ্গে নাচ, গান, অঙ্কন প্রশিক্ষণ, ক্যারাটে, যোগব্যায়াম প্রশিক্ষণ ও দেওয়া হয়।

আরও পড়ুন: বকখালি থেকে বসিরহাট! পুলিশের সহযোগিতায় ঘরে ফিরল 'ভবঘুরে'

advertisement

এভাবে গ্রামের মধ্যে একটি অন্য পরিবেশ সৃষ্টি হওয়ায় খুশি গ্রামবাসীরা। নিজের ছেলের এই কর্মযজ্ঞে সামিল হয়েছেন তাঁর বাবা শুভেন্দু বসুও। তিনি নিজে এখন অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এই পাঠশালায় পাঠদান করেন। গ্রামে এমন একটি লাইব্রেরি ও পাঠশালা তৈরি হওয়ায় খুশি তিনিও।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News : গোটা একটা গ্রাম পুরোটাই লাইব্রেরি! অভিনব মুক্ত পাঠাগারের ভাবনায় মুগ্ধ সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল