Gangasagar Arati: এবার আরও রঙিন গঙ্গাসাগর, শুরু সাগর আরতি ও সংকীর্তন, হাজির বিদেশিরাও, রইল ফটো
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Gangasagar Arati: এবার আরও রঙিন হয়ৈ উঠল গঙ্গাসাগর। শুরু হল সাগর আরতি ও সংকীর্তন। গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি দেখতে প্রবল শীতেও ভিড় করলেন পূণ্যার্থীরা।
advertisement
1/5

গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার আরও রঙিন হয়ৈ উঠল গঙ্গাসাগর। শুরু হল সাগর আরতি ও সংকীর্তন। গঙ্গাসাগরের রাজকীয় সাগর আরতি দেখতে প্রবল শীতেও ভিড় করলেন পূণ্যার্থীরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
মকর সংক্রান্তির পুণ্যলগ্ন এগিয়ে আসতেই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে আধ্যাত্মিকতার মহাসম্মিলন।কপিল মুনির আশ্রমের সন্নিকটে, দুই নম্বর স্নানঘাটের পাশে ঘটা করে শুরু হয়েছে বিশেষ সাগর আরতি।
advertisement
3/5
১১, ১২ এবং ১৩ জানুয়ারি এই তিন দিনব্যাপী চলবে আরতির বর্ণাঢ্য এই আয়োজন। বারাণসীর আদলে সাজিয়ে তোলা হয়েছে সাগরতট। প্রদীপের আলো, ধুনুচির ধোঁয়া আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে গোটা চত্বর।
advertisement
4/5
ইসকনের উদ্যোগেও শুরু হয়েছে সাগর-সংকীর্তন। ঢাক, কাঁসর ও হরিনামের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মেলাপ্রাঙ্গণ। এই সংকীর্তনে বিদেশি ভক্তদের উপস্থিতিও বিশেষভাবে নজর কাড়ছে।
advertisement
5/5
কয়েক হাজার পুণ্যার্থী ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এই মাহেন্দ্রক্ষণ প্রত্যক্ষ করতে। উপস্থিত ছিলেন কপিল মুনির আশ্রমের মহারাজ, জেলাশাসক অরবিন্দু কুমার মিনা সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Arati: এবার আরও রঙিন গঙ্গাসাগর, শুরু সাগর আরতি ও সংকীর্তন, হাজির বিদেশিরাও, রইল ফটো