স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়৷ তবে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসা চলাকালীন গভীর রাতে মৃত্যু হয় বলে জানান চিকিৎসক। ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে আসা হয়েছে।
advertisement
অন্যদিকে বাসন্তী ব্লকের ঝড়খালি অটো বোঝাই কন্যাযাত্রী অটো উল্টে গিয়ে আহত হন সুভাষ কয়াল নামে এক ব্যক্তি। কন্যাযাত্রী নিয়ে অটোটি ঝড়খালির সমবায় মোড় থেকে বালিখালে যাচ্ছিল সেই সময় অটোর তলায় কুকুর চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো টি উল্টে যায়।
আরও পড়ুন: গাড়ি গিয়ে সরাসরি ধাক্কা মারল লাইটপোস্টে, সকাল-সকাল তুলকালাম
এই ঘটনায় প্রায় ছয় থেকে সাত জন আহত হয় তাদেরকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসা এর কাছে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরে ছয় জনকে ছেড়ে দিলেও সুভাষ কয়ালের গুরুতর আহত হলে তাকে বাসন্তী হাসপাতালে পাঠানো হয় সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুটি ঘটনা তদন্ত করছে বাসন্তী ও ঝড় খালি থানার পুলিশ।
অর্পন মন্ডল