ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মাছের আড়তের সামনে থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার সহ মৎস্য অধিকর্তা(সামুদ্রিক) পিয়াল সর্দার জানিয়েছেন, ট্রাকে বোঝাই হয়ে খোকা ইলিশগুলি বিভিন্ন খুচরো ও পাইকারি বাজারে পাচার হচ্ছিল। খবর পেয়ে পুলিশ শুক্রবার সকালে ৪০ কেজি ও বিকেলে আরও সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ ওই ট্রাক থেকে বাজেয়াপ্ত করে।
advertisement
বাজেয়াপ্ত হওয়া খোকা ইলিশগুলিকে নিলামও করেছে মৎস্য দফতর।সহ মৎস্য অধিকর্তা আরও জানান, শুক্রবার ৪০ কেজি খোকা ইলিশ প্রতি কেজি ৪০ টাকা দরে এবং সাড়ে তিন কুইন্টাল খোকা ইলিশ প্রতি কেজি ৮০ টাকা দরে নিলাম করা হয়েছে।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় ‘কলম’ ধরলেন শুভেন্দু
আরও পড়ুন, বিরাট খবর! ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
নিলাম চলাকালীন মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধি, সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন। সমুদ্রের রূপালী শস্য বাঁচাতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান লাগাতার চলবে বলেও তিনি জানিয়েছেন।
এ খোকা ইলিশ ধরার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মৎস্যজীবী ইউনিয়নের সভাপতি সতীনাথ পাত্র। তিনি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। সেই সঙ্গে সকলকে খোকা ইলিশ না ধরার অনুরোধ জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক