Primary Teacher Recruitment: বিরাট খবর! ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

Primary Teacher Recruitment: ডিএলএড ২০২০-২২ ব্যাচের প্রশিক্ষণরতদের নিয়োগ প্রক্রিয়ায় বসার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
সুপ্রিম কোর্টের বড় নির্দেশ
কলকাতা: ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ১১৯৬৫ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দাল বেঞ্চের। ডিএলএড প্রশিক্ষণরতরা নিয়োগ প্রক্রিয়ায় বসা নিয়ে তৈরি জটিলতা সমাধানের আগে ২০২২ নিয়োগ প্রক্রিয়ায় কোনও নিয়োগ নয়। পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
ডিএলএড ২০২০-২২ ব্যাচের প্রশিক্ষণরতদের নিয়োগ প্রক্রিয়ায় বসার নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ বাতিল করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিএলএড প্রশিক্ষণরতদের সমস্যা পৌছায় সুপ্রিম কোর্টে। ৪ সপ্তাহ পর ফের মামলার শুনানি।
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সাড়ে ১২ হাজার নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছিল। এরইমধ্যে ২০২০-২২ সালে ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের বক্তব্য, প্রশিক্ষণের কোর্স যে শেষ হয়নি, সেটা বোর্ডের দোষ। তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চান।
advertisement
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২২ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। এরপর কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, শূন্যপদগুলি পূরণ করতে হবে মামলাকারীদের মধ্যে থেকে। তারপর ডিভিশন বেঞ্চ রায় দেয়, শূন্যপদ গুলি পূরণ করতে হবে ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া থেকেই।
advertisement
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলাতেই স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Teacher Recruitment: বিরাট খবর! ২০২২-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement