TMCP: ছাত্রদের দিয়ে এবার বড় ছক তৃণমূলের, প্রথম টার্গেট সেই শুভেন্দু অধিকারীর জেলা!

Last Updated:

TMCP: ২৮ অগস্ট টিএমসিপি-র সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।

কী বার্তা দেবেন মমতা?
কী বার্তা দেবেন মমতা?
কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা দিয়ে প্রচারে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোটা রাজ্যজুড়ে প্রচারে নামছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ, শুক্রবার থেকে প্রচার অভিযান শুরু।
২৮ জুলাই- মেদিনীপুর, ঘাটাল, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম
৩১ জুলাই- আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং
advertisement
২ অগস্ট – দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদহ
৩ অগস্ট – মুর্শিদাবাদ, জঙ্গিপুর
এবারেও উত্তরের তিন জেলা ও দুই মেদিনীপুর থেকে বেশি সদস্য টার্গেট তৃণমূল ছাত্র পরিষেদের। ২৮ অগস্ট টিএমসিপি-র সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।
advertisement
সচরাচর ২৮ অগস্টের ভাষণে ছাত্র ও যুব সমাজকে রাজনীতি, সমাজ বোধ, নেতৃত্বের পাঠ দেন তৃণমূল নেত্রী। তবে রাজ্য এবং জাতীয় রাজনীতির নানা দিক ছুঁয়েও যান বক্তব্যে। এ বছর দলনেত্রী তাঁর ভাষণে দলের নবীন প্রজন্মের নেতা কর্মীদের অগ্রাধিকার দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সদ্য লেখাপড়ার পাট চুকিয়ে নিশ্চিত ভবিষ্যতের আশায় থাকা তরুণ-তরুণী দের কর্মসংস্থানের আশ্বাসও দিতে পারেন মুখ্যমন্ত্রী।
advertisement
এ ছাড়াও শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে যে লাগাতার অভিযোগ উঠছে, শিক্ষাক্ষেত্রে তাঁর সরকার কী করেছে তার ফিরিস্তিও শোনাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ অগস্ট সমগ্র শিক্ষক সমাজকেও কিছু বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাও মনে করা হচ্ছে। এ ছাড়াও ২০২৪-এর লক্ষ্যে এ রাজ্যের একেবারে তরুণ ভোটারদের জন্যও কোনও বার্তা থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণে। দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে কলেজ, বিশ্ববিদ্যালয় স্তরের পড়ুয়াদের ভূমিকা ব্যাখ্যা করতে পারেন তৃণমূল নেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
TMCP: ছাত্রদের দিয়ে এবার বড় ছক তৃণমূলের, প্রথম টার্গেট সেই শুভেন্দু অধিকারীর জেলা!
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement