TRENDING:

South 24 Parganas News: পরের মরসুমের জন্য ইলিশ ‘বাঁচিয়ে’ রাখতে জরুরি পদক্ষেপ ডায়মন্ড হারবারে

Last Updated:

ছোট ইলিশ ধরা রুখতে ডায়মন্ডহারবারে আয়োজিত হল ইলিশ বাঁচাও উৎসব‌। ২৩ সেন্টিমিটারের কম আয়তনের ইলিশ ধরা আইনত অপরাধ। সেজন্য মৎস্যজীবীদের সচেতন করতে এই উৎসব আয়োজিত হয়। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার: ছোট ইলিশ ধরা রুখতে ডায়মন্ডহারবারে আয়োজিত হল ইলিশ বাঁচাও উৎসব‌। ২৩ সেন্টিমিটারের কম আয়তনের ইলিশ ধরা আইনত অপরাধ। কিন্তু সমুদ্রে বড় ইলিশের দেখা না মেলায় বাধ্য হয়েই ছোট ইলিশ ধরতে হচ্ছে মৎস্যজীবীদের। এই পরিস্থিতিতে ছোট ইলিশ না ধরার বার্তা নিয়ে এই উৎসবের আয়োজন করা হল।
advertisement

এই উৎসব আন্তর্জাতিক মানের উৎসবে পরিণত হয়েছিল বলে দাবি আয়োজকদের একাংশ। হুগলি নদীর পাড়ে সুভাষ ঘাটের কাছে এই উপলক্ষে একটি এই অনুষ্ঠানের সূচনা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ইলিশ নিয়ে সেমিনারেরও আয়োজন করা হয় এদিন।

আরও পড়ুন: পুজোর আগে হোক জমিয়ে শপিং! খুলে গেল পোশাকের দু’দুটো পাইকারি হাব

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজল দে, নিবন্ধক সাইদুর রহমান, এসডিও অঞ্জন ঘোষ, এসডিপিও মিতুন কুমার দে সহ দুই বাংলার লেখক এবং শিল্পীরা। ইলিশ নিয়ে একটি গবেষণা গ্রন্থ এবং সাহিত্য সংকলনেরও উদ্বোধন করা হয় এই অনুষ্ঠানে।

advertisement

View More

আরও পড়ুন: চেক-এর পিছনে সই তো করেন, কিন্তু কেন করেন জানেন? স্বাক্ষর না করলেই বা কী হবে?

আয়োজকেরা জানাচ্ছেন, অন্য যে কোনও ইলিশ উৎসবের মতো এই উৎসব নয়। এখানে ইলিশ খাওয়া হয় না। এই উৎসব থেকে মৎস্যজীবীদের সচেতন করা হয়। ছোট ইলিশ ধরা আইনত অপরাধ এই কথা মৎস্যজীবীদের অধিকাংশ জন জানলেও এখনও অনেকে তা মানেন না। আর সেজন্যই আয়োজন করা হয়েছে এই উৎসবের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: পরের মরসুমের জন্য ইলিশ ‘বাঁচিয়ে’ রাখতে জরুরি পদক্ষেপ ডায়মন্ড হারবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল