Pujo Shopping: পুজোর আগে হোক জমিয়ে শপিং! খুলে গেল পোশাকের দু’দুটো পাইকারি হাব

Last Updated:
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতি কাবেরী দাস ও অজয় ভট্টাচার্য। আর এখানে ছিলেন সৃজন রিয়ালিটি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল
1/6
মহিলা কিংবা পুরুষ হোক, কী বাচ্চাদের ট্রেন্ডি পোশাক৷ সবই মিলবে৷ কিন্তু, দাম নামমাত্র৷ এমনকি, মিলবে পাইকারি হারেও৷ পুজোর আগে খুলে গেল এমনই দুটি পাইকারি পোশাকের হাব৷ জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে তো বটেই ভিন দেশ থেকেও পোশাক আসবে এই বাজারে৷
মহিলা কিংবা পুরুষ হোক, কী বাচ্চাদের ট্রেন্ডি পোশাক৷ সবই মিলবে৷ কিন্তু, দাম নামমাত্র৷ এমনকি, মিলবে পাইকারি হারেও৷ পুজোর আগে খুলে গেল এমনই দুটি পাইকারি পোশাকের হাব৷ জানা গিয়েছে, ভিন রাজ্য থেকে তো বটেই ভিন দেশ থেকেও পোশাক আসবে এই বাজারে৷
advertisement
2/6
গত বুধবার হাওড়ার অঙ্কুরহাটি এলাকায় ‘সৃজন গ্রুপ গ্লোবাল হাট’-এর উদ্বোধন হল৷ ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ২ লক্ষ স্কোয়ার ফুট জমির উপরে তৈরি হয়েছে এই হাট৷ মেটিয়াবুরুজেও সম্প্রতি এমন আরেকটি হাটের উদ্বোধন করা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া এবং মেটিয়াবুরুজ—এই দুটি জায়গাতেই শীতাতপ নিয়ন্ত্রিত অংশে বসবে এই পাইকারি বাজার।
গত বুধবার হাওড়ার অঙ্কুরহাটি এলাকায় ‘সৃজন গ্রুপ গ্লোবাল হাট’-এর উদ্বোধন হল৷ ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ২ লক্ষ স্কোয়ার ফুট জমির উপরে তৈরি হয়েছে এই হাট৷ মেটিয়াবুরুজেও সম্প্রতি এমন আরেকটি হাটের উদ্বোধন করা হয়েছে বলে জানা গিয়েছে। হাওড়া এবং মেটিয়াবুরুজ—এই দুটি জায়গাতেই শীতাতপ নিয়ন্ত্রিত অংশে বসবে এই পাইকারি বাজার।
advertisement
3/6
জানা গিয়েছে, অঙ্কুরহাটির এই মার্কেটে কমপক্ষে ৫ হাজার দোকান রয়েছে৷ রয়েছে ১০০ থেকে ১২০ স্কোয়ার ফুটের প্রায় ১ হাজার ৭৫০টি গদি৷ এছাড়া, এটিএম, গেস্ট রুম, ফুড স্টল, প্রার্থনা কক্ষ, এসক্যালেটর- একটি শপিং মলে যা যা পরিষেবা থাকে, সেসবই রয়েছে এই অঙ্কুরহাটির পাইকারি বাজারে৷
জানা গিয়েছে, অঙ্কুরহাটির এই মার্কেটে কমপক্ষে ৫ হাজার দোকান রয়েছে৷ রয়েছে ১০০ থেকে ১২০ স্কোয়ার ফুটের প্রায় ১ হাজার ৭৫০টি গদি৷ এছাড়া, এটিএম, গেস্ট রুম, ফুড স্টল, প্রার্থনা কক্ষ, এসক্যালেটর- একটি শপিং মলে যা যা পরিষেবা থাকে, সেসবই রয়েছে এই অঙ্কুরহাটির পাইকারি বাজারে৷
advertisement
4/6
সপ্তাহের সাতদিনই এই বাজার খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ একাধিক ফুডস্টল থাকায় জমিয়ে পুজোর শপিং করে, খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফেরা৷ প্রাক পুজো একটা জমজমাট দিন কাটিয়ে দেওয়া যাবে বেশ৷
সপ্তাহের সাতদিনই এই বাজার খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ একাধিক ফুডস্টল থাকায় জমিয়ে পুজোর শপিং করে, খাওয়া-দাওয়া সেরে বাড়ি ফেরা৷ প্রাক পুজো একটা জমজমাট দিন কাটিয়ে দেওয়া যাবে বেশ৷
advertisement
5/6
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতি কাবেরী দাস ও অজয় ভট্টাচার্য। আর এখানে ছিলেন সৃজন রিয়ালিটি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই হাটের উদ্বোধন করেন৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল, প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারি সভাধিপতি কাবেরী দাস ও অজয় ভট্টাচার্য। আর এখানে ছিলেন সৃজন রিয়ালিটি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শ্যামসুন্দর আগরওয়াল
advertisement
6/6
 শপিংয়ের পাশাপাশি এই ধরনের হাটের মাধ্যমে কর্মসংস্থান এবং বাণিজ্যের সুযোগও বাড়বে বলে আশাবাদী মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘রাজ্যের অর্থনীতিতে হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই জেলাই শিল্প ও ব্যবসা–বাণিজ্যে পথ দেখাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা ভারতবর্ষের অর্থনীতিতে বিশেষ জায়গা করে নেবে। বিশ্বের বাজারেও আমাদের রাজ্যের ব্যবসায়ীরা মাল পৌঁছে দেবে।’’
শপিংয়ের পাশাপাশি এই ধরনের হাটের মাধ্যমে কর্মসংস্থান এবং বাণিজ্যের সুযোগও বাড়বে বলে আশাবাদী মন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ‘‘রাজ্যের অর্থনীতিতে হাওড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে এই জেলাই শিল্প ও ব্যবসা–বাণিজ্যে পথ দেখাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা ভারতবর্ষের অর্থনীতিতে বিশেষ জায়গা করে নেবে। বিশ্বের বাজারেও আমাদের রাজ্যের ব্যবসায়ীরা মাল পৌঁছে দেবে।’’
advertisement
advertisement
advertisement