Cheque: চেক-এর পিছনে সই তো করেন, কিন্তু কেন করেন জানেন? স্বাক্ষর না করলেই বা কী হবে?

Last Updated:
প্রথমেই যে বিষয়টি লক্ষনীয় যে, একমাত্র Bearer Cheque-এর ক্ষেত্রেই চেকের পিছনে এই ধরনের সই করা হয়। অর্ডার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়।
1/8
বর্তমানে টাকা লেনদেন অনেকটাই সহজ৷ টাকা তোলার জন্য এবং অন্যকে পাঠানোর জন্য এটিএম তো রয়েছেই, পাশাপাশি, নেট ব্যাঙ্কিং, ইউপিআই লেনদেনেও মানুষ এখন অনেকটাই সড়গড়৷ তবে এখনও ব্যবসায়িক এবং কার্যক্ষেত্রে তো বটেই, ব্যক্তিগত ক্ষেত্রেও আমরা চেকের ব্যবহার করে থাকি৷
বর্তমানে টাকা লেনদেন অনেকটাই সহজ৷ টাকা তোলার জন্য এবং অন্যকে পাঠানোর জন্য এটিএম তো রয়েছেই, পাশাপাশি, নেট ব্যাঙ্কিং, ইউপিআই লেনদেনেও মানুষ এখন অনেকটাই সড়গড়৷ তবে এখনও ব্যবসায়িক এবং কার্যক্ষেত্রে তো বটেই, ব্যক্তিগত ক্ষেত্রেও আমরা চেকের ব্যবহার করে থাকি৷
advertisement
2/8
ব্যাঙ্কে এই চেক জমা দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকের পিছনে স্বাক্ষর৷ যখনই আপনি কোনও চেক জমা দিতে যাবেন, তখনই দেখবেন কাউন্টারে থাকা ব্যাঙ্ককর্মী আপনাকে চেকের পিছনে সই করে দিতে বলবেন৷
ব্যাঙ্কে এই চেক জমা দেওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম থাকে৷ তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চেকের পিছনে স্বাক্ষর৷ যখনই আপনি কোনও চেক জমা দিতে যাবেন, তখনই দেখবেন কাউন্টারে থাকা ব্যাঙ্ককর্মী আপনাকে চেকের পিছনে সই করে দিতে বলবেন৷
advertisement
3/8
কিন্তু, জানেন কি, জমা দেওয়া চেকের পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর রাখা কেন গুরুত্বপূর্ণ এবং এটি না করলে কী হতে পারে?
কিন্তু, জানেন কি, জমা দেওয়া চেকের পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর রাখা কেন গুরুত্বপূর্ণ এবং এটি না করলে কী হতে পারে?
advertisement
4/8
প্রথমেই যে বিষয়টি লক্ষনীয় যে, একমাত্র Bearer Cheque-এর ক্ষেত্রেই চেকের পিছনে এই ধরনের সই করা হয়। অর্ডার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়। কোনও ব্যক্তি বিয়ারার চেক ব্যাঙ্কে নিয়ে গেলে নগদ টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেন। তবে, চেকটি যার নামে লেখা আছে তিনিই যে একমাত্র চেকটি নগদ করতে পারবেন, এমনটি আবশ্যক নয়।
প্রথমেই যে বিষয়টি লক্ষনীয় যে, একমাত্র Bearer Cheque-এর ক্ষেত্রেই চেকের পিছনে এই ধরনের সই করা হয়। অর্ডার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়। কোনও ব্যক্তি বিয়ারার চেক ব্যাঙ্কে নিয়ে গেলে নগদ টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেন। তবে, চেকটি যার নামে লেখা আছে তিনিই যে একমাত্র চেকটি নগদ করতে পারবেন, এমনটি আবশ্যক নয়।
advertisement
5/8
কিন্তু, অর্ডার চেকে যাঁর নাম লেখা থাকে শুধুমাত্র তাঁকেই নগদ টাকা দেওয়া হয়। অর্থাৎ, অর্ডার চেক ক্যাশ করতে গেলে যে ব্যক্তির নামে চেক রয়েছে ব্যাঙ্কে টাকা তোলার সময় তাঁর উপস্থিতি বাধ্যতামূলক৷ অর্ডার চেক নগদ করার আগে, ব্যাঙ্কের কর্মীরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবেন, যিনি চেক ক্যাশ করতে এসেছেন তিনিই চেকের নাম বহনকারী ব্যক্তি কি না৷ নিঃসন্দেহ হলে তবেই তাঁকে টাকা দেওয়া হবে।
কিন্তু, অর্ডার চেকে যাঁর নাম লেখা থাকে শুধুমাত্র তাঁকেই নগদ টাকা দেওয়া হয়। অর্থাৎ, অর্ডার চেক ক্যাশ করতে গেলে যে ব্যক্তির নামে চেক রয়েছে ব্যাঙ্কে টাকা তোলার সময় তাঁর উপস্থিতি বাধ্যতামূলক৷ অর্ডার চেক নগদ করার আগে, ব্যাঙ্কের কর্মীরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবেন, যিনি চেক ক্যাশ করতে এসেছেন তিনিই চেকের নাম বহনকারী ব্যক্তি কি না৷ নিঃসন্দেহ হলে তবেই তাঁকে টাকা দেওয়া হবে।
advertisement
6/8
কিন্তু, বিয়ারার চেকের ক্ষেত্রে, যদি কোনও ব্যক্তি চেকের পিছনে এবং সামনে সংশ্লিষ্ট জায়গায় স্বাক্ষর করা অবস্থায় চেকটি হারিয়ে ফেলেন, তবে যে কোনও ব্যক্তি ব্যাঙ্কে গিয়ে সেই চেক ভাঙিয়ে ক্যাশ করতে পারবেন৷ কারণ, চেক-এর পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর আগে থেকেই রয়েছে৷ সেই কারণে, ব্যাঙ্ক কর্মীরা বলে থাকেন, যদি কোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে চেক মারফত নিজেই টাকা তুলতে আসেন, তাহলে কাউন্টারে দাঁড়িয়েই সেই চেকের পিছনে স্বাক্ষর করতে, আগে থেকে নয়৷
কিন্তু, বিয়ারার চেকের ক্ষেত্রে, যদি কোনও ব্যক্তি চেকের পিছনে এবং সামনে সংশ্লিষ্ট জায়গায় স্বাক্ষর করা অবস্থায় চেকটি হারিয়ে ফেলেন, তবে যে কোনও ব্যক্তি ব্যাঙ্কে গিয়ে সেই চেক ভাঙিয়ে ক্যাশ করতে পারবেন৷ কারণ, চেক-এর পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর আগে থেকেই রয়েছে৷ সেই কারণে, ব্যাঙ্ক কর্মীরা বলে থাকেন, যদি কোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে চেক মারফত নিজেই টাকা তুলতে আসেন, তাহলে কাউন্টারে দাঁড়িয়েই সেই চেকের পিছনে স্বাক্ষর করতে, আগে থেকে নয়৷
advertisement
7/8
কিন্তু, টাকা তোলার পরিমাণ যদি ৫০,০০০ টাকার বেশি হয়, তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্যই টাকা তুলতে আসা ব্যক্তিকে তাঁর ঠিকানা সংক্রান্ত সরকারি নথি চান। সেই নথখি পেলে তবেই নগদ টাকা তাঁকে দেওয়া হয়৷
কিন্তু, টাকা তোলার পরিমাণ যদি ৫০,০০০ টাকার বেশি হয়, তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ অবশ্যই টাকা তুলতে আসা ব্যক্তিকে তাঁর ঠিকানা সংক্রান্ত সরকারি নথি চান। সেই নথখি পেলে তবেই নগদ টাকা তাঁকে দেওয়া হয়৷
advertisement
8/8
আমরা আগেই জানিয়েছি, অর্ডার চেকের পিছনে আলাদা করে কোনও স্বাক্ষরের প্রয়োজন নেই। এছাড়াও, যদি কোনও ব্যক্তি তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা তুলতে যান, সেটি বিয়ারার চেকের ক্ষেত্রে হলেও, কোনও স্বাক্ষরের প্রয়োজন হয় না। স্বাক্ষর তখনই প্রয়োজন হয়, যখন কোনও তৃতীয় ব্যক্তি অন্য কারও অনুরোধে বিয়ারার চেক থেকে টাকা তুলতে ব্যাঙ্কে আসেন।
আমরা আগেই জানিয়েছি, অর্ডার চেকের পিছনে আলাদা করে কোনও স্বাক্ষরের প্রয়োজন নেই। এছাড়াও, যদি কোনও ব্যক্তি তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা তুলতে যান, সেটি বিয়ারার চেকের ক্ষেত্রে হলেও, কোনও স্বাক্ষরের প্রয়োজন হয় না। স্বাক্ষর তখনই প্রয়োজন হয়, যখন কোনও তৃতীয় ব্যক্তি অন্য কারও অনুরোধে বিয়ারার চেক থেকে টাকা তুলতে ব্যাঙ্কে আসেন।
advertisement
advertisement
advertisement