Cheque: চেক-এর পিছনে সই তো করেন, কিন্তু কেন করেন জানেন? স্বাক্ষর না করলেই বা কী হবে?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
প্রথমেই যে বিষয়টি লক্ষনীয় যে, একমাত্র Bearer Cheque-এর ক্ষেত্রেই চেকের পিছনে এই ধরনের সই করা হয়। অর্ডার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়।
advertisement
advertisement
advertisement
প্রথমেই যে বিষয়টি লক্ষনীয় যে, একমাত্র Bearer Cheque-এর ক্ষেত্রেই চেকের পিছনে এই ধরনের সই করা হয়। অর্ডার চেকের পিছনে স্বাক্ষর করা বাধ্যতামূলক নয়। কোনও ব্যক্তি বিয়ারার চেক ব্যাঙ্কে নিয়ে গেলে নগদ টাকা ব্যাঙ্ক থেকে তুলতে পারেন। তবে, চেকটি যার নামে লেখা আছে তিনিই যে একমাত্র চেকটি নগদ করতে পারবেন, এমনটি আবশ্যক নয়।
advertisement
কিন্তু, অর্ডার চেকে যাঁর নাম লেখা থাকে শুধুমাত্র তাঁকেই নগদ টাকা দেওয়া হয়। অর্থাৎ, অর্ডার চেক ক্যাশ করতে গেলে যে ব্যক্তির নামে চেক রয়েছে ব্যাঙ্কে টাকা তোলার সময় তাঁর উপস্থিতি বাধ্যতামূলক৷ অর্ডার চেক নগদ করার আগে, ব্যাঙ্কের কর্মীরা পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখবেন, যিনি চেক ক্যাশ করতে এসেছেন তিনিই চেকের নাম বহনকারী ব্যক্তি কি না৷ নিঃসন্দেহ হলে তবেই তাঁকে টাকা দেওয়া হবে।
advertisement
কিন্তু, বিয়ারার চেকের ক্ষেত্রে, যদি কোনও ব্যক্তি চেকের পিছনে এবং সামনে সংশ্লিষ্ট জায়গায় স্বাক্ষর করা অবস্থায় চেকটি হারিয়ে ফেলেন, তবে যে কোনও ব্যক্তি ব্যাঙ্কে গিয়ে সেই চেক ভাঙিয়ে ক্যাশ করতে পারবেন৷ কারণ, চেক-এর পিছনে অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর আগে থেকেই রয়েছে৷ সেই কারণে, ব্যাঙ্ক কর্মীরা বলে থাকেন, যদি কোনও ব্যক্তি নিজের অ্যাকাউন্ট থেকে চেক মারফত নিজেই টাকা তুলতে আসেন, তাহলে কাউন্টারে দাঁড়িয়েই সেই চেকের পিছনে স্বাক্ষর করতে, আগে থেকে নয়৷
advertisement
advertisement
আমরা আগেই জানিয়েছি, অর্ডার চেকের পিছনে আলাদা করে কোনও স্বাক্ষরের প্রয়োজন নেই। এছাড়াও, যদি কোনও ব্যক্তি তাঁর নিজের অ্যাকাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা তুলতে যান, সেটি বিয়ারার চেকের ক্ষেত্রে হলেও, কোনও স্বাক্ষরের প্রয়োজন হয় না। স্বাক্ষর তখনই প্রয়োজন হয়, যখন কোনও তৃতীয় ব্যক্তি অন্য কারও অনুরোধে বিয়ারার চেক থেকে টাকা তুলতে ব্যাঙ্কে আসেন।